বলিউড তারকাদের অদ্ভুত ডাকনাম শুনলে অবাক হবেন আপনিও

বলিউড তারকাদের অদ্ভুত ডাকনাম শুনলে অবাক হবেন আপনিও

ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্যের নামের মানে ধন-সম্পদ, যা তার ব্যক্তিত্বের সাথে ভালো মানায়। আমরা তাকে আবার অ্যাশ বলেও ডেকে থাকি। কিন্তু তার ডাকনাম শুনলে অবাক হবেন। তাকে তার ঘনিষ্ঠরা “গুল্লু” নামে ডাকে এবং তার ভাগ্নারা “গুল্লু মাম্মি” বলে ডাকে।

আলিয়া ভাট

আলিয়া ভাট

ছোটবেলায় বেশ মোটাসোটা ছিলেন মহেশকন্য়া আলিয়া ভাট। তার শৈশবকালের ছবিগুলো দেখে বেশ বোঝা যায়। এই কারণে তার ডাকনাম “আলু” হয়ে যায়। তার মা-বাবা, দিদি এবং ঘনিষ্ঠরা তাকে এই নামেই ডাকে।

 প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা অনেকেই পিগি চপস বলে ডাকি। এই নামটি তাকে অভিষেক বচ্চন দিয়েছিল বলে জানা যায়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়াকে ছোটবেলায় তার বাবা-মা “মিঠু” বলে ডাকত। পরবর্তীতে তাকে অনেকেই মিঠু না বলে মিমি বলে ডাকত।

 অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মার ডাকনাম ছিল “নুশেশ্বর”। তার বাবা-মা তাকে এই নামে ডাকত। কিন্তু পরবর্তীতে বিরাট কোহলী তাকে নুশকি বলে ডাকত। যার অর্থ সৎ।

 বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

স্টুডেন্টস অফ দ্য ইয়ার সিনেমা দিয়ে বরুণ ধাওয়ানের অভিষেক হয় বলিউডে। এরপর একাধিক সিনেমায় দেখা যায় তাকে। বরুণ ধাওয়ানের ডাকনাম “পাপ্পু”। তার বাবা তাকে এই নামেই ডাকে।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

হার্টথ্রব হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের ডাকনাম গুড্ডু। হৃত্বিকের ঠাকুমা গুড্ডু নামের সঙ্গে মিল রেখে হৃত্বিকের নাম রাখেন “ডুগ্গু”। তার এই ডাকনামটি আমরা অনেকই জানি।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর। তার চকলেট বয় লুকে ঘায়েল অগণিত ভক্তরা। কিন্তু শাহিদকে তার ঘনিষ্ঠরা কি বলে ডাকে জানেন? বাড়ির সবাই ডাকেন “শাসা” বলেন। মীরা কাপুর আরো দুটি নামে তাকে ডাকেন। “শাদু” এবং “টমি”।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের আসল নাম কিন্তু রাজীব ভাটিয়া। ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম বদলান। তবে তার ডাকনাম “রাজু”। তার ঘনিষ্ঠরা তাকে এই নামেই ডাকে। রাজীব থেকে রাজু নাম দেওয়া হয় তাকে।

রণবীর কাপুর

রণবীর কাপুর

রণবীর কাপুরকে ছোটবেলায় ঘনিষ্ঠরা চিন্টু বলে ডাকত। এই নামটি তার একেবারেই অপছন্দ ছিল। এমনকি ঋষি কাপুরও এই নামটি একেবারেই পছন্দ করতে না। তবে নীতু কাপুর তাকে “রেমন্ডস” বলে ডাকেন। কারণ তিনি মনে করেন তার ছেলে একজন ‘কমপ্লিট ম্যান’।

 অর্জুন কাপুর

অর্জুন কাপুর

ইশকজাদে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অর্জুন কাপুর। তাদের পরিবারে অনেকের আজব ধরনের ডাকনাম রয়েছে। অর্জুন কাপুরকে তারা ঘনিষ্ঠরা “ফুবু” নামে ডাকেন।