দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড়, বিপুল ভোটে হারালেন মার্গারেট আলভাকে

দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড়, বিপুল ভোটে হারালেন মার্গারেট আলভাকে

পেলেন ৫২৮ ভোট

এদিন দেশের ৭৮০ জন সাংসদের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন ৭২৫ জন সাংসদ। সব মিলিয়ে ভোট দানের হার ৯৩ শতাংশ। এর মধ্যে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট। ১৫ টি ভোট বাতিল হয়ে গিয়েছে। এদিন চোখে পড়ার মতো সকলেই ভোট দিয়েছেন একে একে। সেই তালিকায় প্রধানমন্ত্রী যেমন ছিলেন, ছিলেন সোনিয়া গান্ধী। তালিকায় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মননোহন সিংও।

অভিনন্দন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নিজে যান জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে। এর আগে প্রধানমন্ত্রীর গলায় ধনখড়ের আইনি জ্ঞান নিয়ে প্রশংসা শোনা গিয়েছিল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁকে কৃষক সন্তান বলে বর্ণনা করে, তাঁর অধীনে রাজ্যসভার মর্যাদা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেছিলেন।

 কৃষক সন্তান এবার উপরাষ্ট্রপতির আসনে

কৃষক সন্তান এবার উপরাষ্ট্রপতির আসনে

রাজস্থানের কৃষক সন্তান এবার উপরাষ্ট্রপতির আসনে। আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে দেশে সর্বোচ্চ প্রশাসনিক পদে বসানোর পরে এবার এক কৃষক সন্তান বসলেন উপ রাষ্ট্রপতির পদে। জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন তারা একজন কৃষক সন্তানকে মনোনীত করেছেন।

শুরু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে

শুরু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে

১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনে জন্মগ্রহণ করেন জগদীপ ধনখড়। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভা সদস্য থাকার সময়ে তিনি ভিপি সিং ক্যাবিনেটে মন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ২০০৩ সাল থেকে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত হন। উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি বেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হবেন। এর আগে রাজস্থান থেকেতিনি দ্বিতীয় উপরাষ্ট্রপতি। এর আগে রাজস্থান থেকে উপরাষ্ট্রপতি হয়েছিলেন ভৈর সিং শেখাওয়াত।

(Source: oneindia.com)