#লন্ডন: টোকিও অলিম্পিকে স্বপ্নটা হাতছাড়া হয়েছিল অল্পের জন্য। স্বর্ণপদক হারিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল রূপো নিয়ে। সোনিপতের ছেলে এবারই প্রথম খেলছেন কমনওয়েলথ গেমসে। দেখে বোঝার উপায় নেই। হাসতে হাসতে পয়েন্ট জিতলেন। ফাইনালে নাইজেরিয়ার উইলসনকে ১০-০ হারিয়ে দিলেন তিনি। ৫৭ কেজি বিভাগে টেকনিক্যাল সুপেরিয়রিটি দেখিয়ে প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না।
1st GOLD medal of the day ✨
Star wrestler Ravi Kumar Dahiya wins Gold medal after beating 2 time reigning CWG medalist 10-0 in Final (57kg).
👉 Its 10th Gold medal for India #CWG2022 #CWG2022India pic.twitter.com/LaDNXxan0p— India_AllSports (@India_AllSports) August 6, 2022
অন্যদিকে মেয়েদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেলেন পূজা গেহলট। জীবনের প্রথমবার কমনওয়েলথ খেলতে নেমে অসাধারণ পারফরমেন্স করেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সুরজ সিং এর বিরুদ্ধে শহর জয় পান রবি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের আসাদ আলিকে ১৪-৪ হারিয়ে দেন তিনি।
Vinesh Phogat – The Dangal Girl of India:
– 2022 CWG Champion.
– 2018 CWG Champion.
– 2014 CWG Champion. pic.twitter.com/k21xxCdvm2— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 6, 2022
টোকিওতে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল রবিকে। এবার সোনা জিতে কিছুটা হলেও অলিম্পিকের দুঃখ ভুলতে পারবেন তিনি। মেয়েদের কুস্তিতে শ্রীলংকার তারকাকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করলেন ভিনিশ ফোগাট।
এক মিনিটের কিছু বেশি সময় প্রতিপক্ষকে হারিয়ে দিলেন তিনি। এই নিয়ে কমনওয়েলথ (২০১৪,২০১৮, ২০২২) স্বর্ণপদক জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। ভিনিশ টোকিও অলিম্পিকে হতাশ করেছিলেন। বিশ্বাস সমালোচনা হয়েছিল। তাই আজ জবাব দেওয়ার মঞ্চে ছিল তার।