নতুন আবিষ্কৃত গ্রহে মিলতে পারে জীবনের সন্ধান, মহাকাশ বিজ্ঞানীদের নয়া গবেষণায় মিলছে চাঞ্চল্যকর তথ্য

নতুন আবিষ্কৃত গ্রহে মিলতে পারে জীবনের সন্ধান, মহাকাশ বিজ্ঞানীদের নয়া গবেষণায় মিলছে চাঞ্চল্যকর তথ্য

এখন মেলেনি জলের সন্ধান

সুবারু টেলিস্কোপে ইনফ্রায়েড স্পেকট্রোগ্রাফ ব্যবহার করা হয়েছে গবেষণার ক্ষেত্রে। তবে জ্যোতির্বিজ্ঞানীরা যে গ্রহের সন্ধান পেয়েছে, সেখানে জলস্তরের বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা মনে করছেন, গ্রহের পৃষ্ঠে না হলেও অভ্যন্তরে জল বা কোনও তরলের স্তর থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ওই অঞ্চলটিকে মহাকাশ বিজ্ঞানীরা গোল্ডিকস নামেও চিহ্নিত করে। এই অঞ্চলে না অসহ্যকর গরম থাকে, না ঠান্ডা থাকে। যার ফলে এখানকার পরিবেশ জীবন বিকাশের জন্য উপযুক্ত হতে পারে। ফলে জল ও প্রাণের সন্ধানের সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে।

মহাকাশ বিজ্ঞানে লাল বাম নক্ষত্র ও তার পরিবেশ

মহাকাশ বিজ্ঞানে লাল বাম নক্ষত্র ও তার পরিবেশ

মহাকাশ বিজ্ঞানীদের গবেষণার অন্যতম প্রধান বিষয় হল লাল বামন নক্ষত্র। সৌরমণ্ডলের আশেপাশে এবং আমাদের ছায়াপথে অনেক লাল বামন নক্ষত্র দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রগুলোর আয়ুষ্কাল অনেক দীর্ঘ। তবে এখানে বসবাসের সেরকম পরিস্থিতি নেই। লাল বামন নক্ষত্রগুলোর তাপমাত্রা অনেকটাই কম থাকে। আর এরা এতটাই ছোট হয়, যে বিজ্ঞানীদের মাঝে মধ্যেই বেশ সমস্যায় ফেলে। লাল গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে এখনও বসবাসের মতো কিছুটা পরিবেশ দেখতে পাওয়া গিয়েছে প্রক্সিমা সেন্টারি বি নক্ষত্রের মধ্যে। সাধারণত এই ধরনের নক্ষত্রের নিম্ন পৃষ্ঠের তাপমাত্রা ৪০০০ ডিগ্রির কম হয়। সুবারু টেলিস্কোপে ইনফ্রায়েড স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে রস ৫০বি আবিষ্কার হয়েছিল প্রায় ১৪ বছর আগে। এখানও সেই ধরনের বসবাসযোগ্য কোনও গ্রহের সন্ধান বিজ্ঞানীরা দিতে পারছে না।

উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয় গ্রহটি

উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয় গ্রহটি

মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, যে গ্রহটির সন্ধান পাওয়া গিয়েছে, সেটি উপবৃত্তাকার পথে আবর্তিত হতে পারে। কক্ষপথটি আবর্তিত হতে গ্রহটির ১১দিন সময় লাগতে পারে। তবে বর্তমানে যে টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা অনুসন্ধান চালাচ্ছেন, সেখানে অন্যান্য নক্ষত্রের উপস্থিতির জেরে সমস্যা হচ্ছে। গ্রহটিকে আলাদা করে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না বলেই বিজ্ঞানীরা মনে করছেন। আরও উন্নত টেলিস্কোপের সাহায্যে জীবন অনুসন্ধান করার প্রধান লক্ষ্য হবে বিজ্ঞানীরা জানিয়েছেন।