ঝড়ের নাম নিখাত জারিন! কমনওয়েলথ বক্সিংয়ে আরও একটা সোনা দিলেন ভারতকে

ঝড়ের নাম নিখাত জারিন! কমনওয়েলথ বক্সিংয়ে আরও একটা সোনা দিলেন ভারতকে

#লন্ডন: শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিযোগী স্টুবলে আলফিয়া সভানাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নিখাত জারিন। রবিবার উত্তর আয়ারল্যান্ডের কারলি ম্যাক নলের বিপক্ষে স্বর্ণপদক জয়ের ম্যাচ ছিল ভারতের নতুন বক্সিং তারকার। বয়সের ব্যবধান ছিল দুজনের মধ্যে প্রায় সাত বছরের।

জারিন বুদ্ধি করে তিনটি রাউন্ড খেললেন। আগ্রাসন এবং বুদ্ধি একসঙ্গে কাজে লাগালেন। শেষ পর্যন্ত স্বর্ণপদক নিয়েই রিং ছাড়লেন ভারতীয় বক্সিং এর নতুন রানী। নিখাত জারিন নামটার সঙ্গে ভারতীয়রা প্রথম পরিচিত হন ২০১৯ সালে। সেই সময় মেরি কমের মতো অনেকেই হয়তো বলেছিলেন, কে নিখাত জারিন? সত্যিই তো! ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়নের সামনে কে নিখাত জারিন?

কিন্তু লড়াইয়ে নামলে জারিন যে আক্রমণ ছাড়া কিছুই জানেন না। বিনা লড়াইয়ে তিনি মেরি কমকেও জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। ২০১৯ সালে ৫২ কেজি বিভাগে বিশ্ব বক্সিংয়ে কোনও যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই মেরি কমকে বেছে নেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আপত্তি জানান মাত্র ২২ বছরের জারিন।

উত্তরে মেরির শ্লেষাত্মক প্রশ্ন ছিল, কে নিখাত জারিন? উত্তর পাওয়া গেল। ২০২২ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন। ৫২ কেজি বিভাগেই। ২০১১ সালে তুরস্কে যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন জারিন। ২০১৪ সালে বুলগেরিয়াতে পেয়েছিলেন রুপো। সেই বছরেই সার্বিয়াতে আন্তর্জাতিক নেশনস কাপে সোনা জেতেন তিনি। তাইল্যান্ড ওপেনে ২০১৯ সালে রুপো জেতেন জারিন।

আজ চাপ থাকলেও কর্লির বিপক্ষে শান্ত মাথায় নিজের স্বাভাবিক খেলা তুলে ধরাই একমাত্র লক্ষ্য ছিল জারিনের। জয় এর পর রিং এর ভেতর পা মুড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর জাতীয় পতাকা গায়ে দিয়ে ছুটলেন জারিন।

Published by:Rohan Chowdhury

(Source: news18.com)