Tech Tips: বর্তমানে আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হল স্মার্টফোন। কারণ বিভিন্ন ধরনের কাজ এখন স্মার্টফোনের মাধ্যমে করা হয়। এর ফলে সারাদিনই স্মার্টফোন চালাতে হয়। কিন্তু, অনেক সময় দেখা যায় স্মার্টফোন কিছুটা চালানোর পরে তার চার্জ শেষ হয়ে গিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হল ব্যাটারির সমস্যা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, তাঁদের ব্যাটারিতে কী ধরনের সমস্যা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনের ব্যাটারি চেক করার উপায়।
ফোনের ব্যাটারি চেক করার উপায় –
১- ফোনের স্ক্রিন সময়মতো চেক করতে হবে। দেখে নিতে হবে এটি আগের মতোই কাজ করছে না, আচমকাই কমে যাচ্ছে।
২- এর জন্য প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। এরপর ব্যাটারি অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাটারি ইউসেজ অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাটারির সম্পূর্ণ ডিভাইস ইউসেজ অপশনে যেতে হবে।
৩- কিছু ডিভাইসে স্ক্রিনের উপরের ডানদিকে একটি ঘড়ি আইকন দেখতে পাওয়া যায়। সেই আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি গ্রাফ দেখতে পাওয়া যাবে। যেখানে দেখা যাবে ফোনের ব্যাটারি কত দ্রুত ডিসচার্জ হয়।
এছাড়াও ফোনের ব্যাটারি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
নিজেদের ফোনের ব্যাটারি সম্পর্কে আরও ভালো ধারণা পেতে AccuBattery অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। এই অ্যাপের মাধ্যমেই নিজেদের ফোনের ব্যাটারি সম্পর্কে জানা সম্ভব।
১- প্রথমেই গুগল প্লে স্টোর থেকে AccuBattery অ্যাপ ডাউনলোড করতে হবে।
২- এরপর অ্যাপটি ওপেন করতে হবে। এরপর সেই অ্যাপেকে প্রয়োজনীয় বিভিন্ন অনুমতি দিতে হবে। এরপর অ্যাপটিতে চারটি ট্যাব দেখতে পাওয়া যাবে।
৩- এরপর ডিসচার্জিং ট্যাব অপশনে ব্যাটারি ডিসচার্জের বর্তমান হার এবং বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখতে পাওয়া যাবে।
৪- এরপর নিচের হেলথ আইকনে ক্লিক করে হেলথ ট্যাবে যেতে হবে।
৫- AccuBattery অ্যাপ ইনস্টল করার সময় সেই প্যানেল ফোনের অবশিষ্ট ব্যাটারির স্বাস্থ্য দেখাবে।
৬- ডিজাইন ক্যাপাসিটি ফিল্ড ফোনের ব্যাটারির ক্যাপাসিটি সম্পর্কে জানতে সাহায্য করবে।
এভাবেই নিজেদের ফোনের ব্যাটারি চেক করা সম্ভব। এই ক্ষেত্রে নিজেদের ফোনের সেটিংস থেকেও সেটি চেক করা যেতে পারে। অনেক ফোনেই আলাদা সেই অপশন রয়েছে। এছাড়াও AccuBattery অ্যাপের মাধ্যমে ফোনের ব্যাটারি সম্পর্কে জানা সম্ভব।
(Source: zeenews.com)