অরুচি দূর করতে হঠাৎ হাজির জেলের ক্যান্টিনে, বের করলেন টাকা, পার্থ খেলেন গরম চপ!

অরুচি দূর করতে হঠাৎ হাজির জেলের ক্যান্টিনে, বের করলেন টাকা, পার্থ খেলেন গরম চপ!

#কলকাতা: প্রেসিডেন্সি জেলের ওয়ার্ড ‘পয়লা বাইশের’ দু’নম্বর সেলের বন্দি পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পার্থকে। জেলের খাবারে অরুচি ধরা পার্থ চট্টোপাধ্যায়ের মন ভালো থাকে ভাজাভুজিতে। সোমবার পার্থর সেই ইচ্ছেপূরণ হল। জেলের ক্যান্টিনে গিয়ে নিজেই টাকা দিয়ে খেলেন চপ-বেগুনি। সূত্রের খবর, জেলে সকালে পার্থকে দেওয়া হয়েছিল চা-পাউরুটি, দুপুরে খেয়েছেন ডাল-ভাত-তরকারি।

বিকেলে মন ভালো করতে ক্যান্টিনে গিয়ে খেয়েছেন প্রিয় চপ ও বেগুনি। জেল হেফাজতে থাকাকালীন সিসিটিভি ক্যামেরার অধীনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। জেসপ বিল্ডিং সূত্রে খবর, রবিবার পয়লা বাইশ ওয়ার্ডের দু’নম্বর সেলে বসে গিয়েছে সিসিটিভি ক্যামেরা৷ জেলের প্রথম রাতে তাঁকে ঘুমোতে দেওয়া হয়েছিল মেঝেতে। কিন্তু গোটা রাত জেগে কাটিয়েছেন পার্থ। শনিবার ঘুমনোর জন্য খাট পেয়েছেন তিনি।

এই ওয়ার্ডে অপর একটি সেল রয়েছেন আফতাব আনসারি, একটি ওয়ার্ডে আছেন জামালউদ্দিন নাসের। সেখানেও সিসি ক্যামেরার নজর আছে। তবে রবিবাসরীয় নজরে বারবার দেখা গিয়েছে সকাল-বেলা-বিকেল-সন্ধ্যা নিজের সেলে ঘুমিয়েই কাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি সেলের বাইরে একবার বেরিয়েছিলেন। সূত্রের খবর, সেখানেই বেশ কয়েকজনের সঙ্গে তাঁর দেখা হয়েছে।

সূত্রের খবর, জেলের চিকিৎসকরা প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন। যেহেতু তার স্থূলতা রয়েছে, মাটিতে বসতে পারবেন না তাই তার অনুরোধ ছিল তাকে যেন একটা খাট দেওয়া হয়। জেল কোড মেনে, মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে তাকে খাট দেওয়া হয়েছে। আপাতত সেই খাটেই শুয়ে, বসে দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের।

Published by:Raima Chakraborty

(Source: news18.com)