জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, ভর্তি হাসপাতালে

জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, ভর্তি হাসপাতালে

Movies

oi-Moumita Bhattacharyya

জিমে শরীরচর্চা করার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বুধবার সকালে তিনি জিমে ট্রেডমিলে হাঁটার সময় বুকে ব্যথা অনুভব করেন এবং তখনই অসুস্থ হয়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় এবং হৃদযন্ত্রকে স্বাভাবিক করার জন্য তাঁকে দু’‌বার সিপিআর দেওয়া হয়।

ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম

বর্তমানে দিল্লির এইমসে চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের। রাজু শ্রীবাস্তবের চিকিৎসায় রয়েছেন কার্ডিওলজি বিভাগ ও ডাঃ নীতীশ ন্যায়ের নেতৃত্বাধীন জরুরি বিভাগ। এইমস সূত্রের খবর, জিমে শরীরচর্চার সময় রাজু শ্রীবাস্তব হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর ট্রেনার তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। কৌতুক অভিনেতাকে তাঁর হৃদযন্ত্র স্বাভাবিক করতে দু’‌বার সিপিআর দেওয়া হয়। এখন তিনি এইমসে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মাঝে প্লাস খুঁজে পাওয়া না গেলেও এখন ফিরে এসেছে রাজুর হৃদস্পন্দন।

রাজু শ্রীবাস্তবের ভাই আশিষ শ্রীবাস্তব হার্ট অ্যাটাকের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘‌কানপুরের কৌতুকাভিনেতা ও উত্তরপ্রদেশ ফিল্ম বোর্ডের চেয়ারম্যান রাজু শ্রীবাস্তব জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন। তিনি মঙ্গলবার রাজ্যের কিছু বড় নেতাদের সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে রয়েছেন। তিনি সকালে জিমে যান এবং এরপর আরও একটি জিমে যান। সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাজু শ্রীবাস্তব এখন এইমসে ভর্তি রয়েছেন।’‌

রাজু শ্রীবাস্তবকে কমেডির রাজা বলা হয়। তিনি অনেক সিনেমা এবং টিভি শোতে কাজ করেছেন। বিগত কয়েক দশক ধরে, রাজু শ্রীবাস্তব তাঁর কমেডি দিয়ে মানুষকে নিরন্তর হাসিয়ে চলেছেন। স্টেজ শো দিয়ে কেরিয়ার শুরু করেন রাজু। পরে বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিয় করেছেন। গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো-তে বিরাট জনপ্রিয়তা লাভ করেন রাজু। গোটা দেশে তাঁর ভক্তের সংখ্যা বাড়ে এই শো-তে অংশ নেওয়ার পর। শো-তে চ্যাম্পিয়ন না হতে পারলেও মানুষের মন জিতে নিয়েছেন তিনি।