১৫ অগাস্ট থেকে চালুর আশা
স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্ট থেকে জিও তাদের 5G পরিষেবা চালু করবে বলে মনে করা হচ্ছে। এব্যাপারে কোনও ঘোষণা করা না হলেও রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি ইতিমধ্যে বলেছেন তাঁরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করবেন। তাই সেদিনই সারা ভারতে 5G-র পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।
পুরো চালু হতে অনেক সময় লাগতে পারে
যদি ১৫ অগাস্ট সারা দেশে জিও 5G পরিষেবা শুরুও হয়, তা পরীক্ষামূলক শুরু হবে। পুরো পরিষেবা পেতে এবছরের শিষ কিংবা আরও দেরি হতে পারে।
কোন কোন শহরে জিও 5G পরিষেবা
সাধারণভাবে জিও কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই , লখনৌ, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং জামনগর এই নটি শহরে জিও 5G পরিষেবা চালুর পরিকল্পনা করেছে। সব মিলিয়ে জিও হাজার খানেক জায়গায় 5Gপরিষেবা চালু করতে চায়। পরবর্তী পর্যায়ে নয়ডা, গুরগাঁওয়ের মতো শহরগুলি যুক্ত হবে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
লাগবে কি নতুন সিম?
আগে 2G থেকে 3G কিংবা 4G-র ক্ষেত্রে যেরকম সিম পরিবর্তন করতে হয়েছিল, ঠিক সেইভাবেই 5G-র জন্য নতুন সিম লাগবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন টেলিকম সংস্থা এব্যাপারে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি।
জিও 5G পরিষেবার মূল্য
চালু তো হবে 5G পরিষেবা কিন্তু তার মূল্য কত হতে পারে, সে ব্যাপারেও এখনও নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে টেলিকম সংস্থাগুলি বলছে দাম বৃদ্ধির পরে 4G-র পরিষেবা পেতে প্রিপেড প্ল্যানগুলির দাম ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে রয়েছে। তার ওপরে ভিত্তি করে বলা যায়, 5G-র প্রিপেড প্ল্যান ৫০০ টাকা কিংবা তার বেশিই হবে।