
মাত্র ১১ দিনে এক বছর সুপার-আর্থে
নাসা জানিয়েছে, নতুন যে পৃথিবী আবিষ্কার করেছে জ্যোতির্বিজ্ঞানীরা, তার নাম ‘রস ৫০৮বি’। এই পৃথিবীর তার সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র ১০.৮ দিন। অর্থাৎ ১১ দিনের থেকেও কম। আমাদের পৃথিবী সূর্যকে একবার ঘূরে আসে ৩৬৫ দিনে। আর সুপার আর্থের সূর্য হল এম টাইপ তারকা। আমাদের সূর্যের থেকে অনেক বেশি লাল, ঠান্ডা ওবং ম্লান।

জীবনের সন্ধান মিলতে পারে ওই গ্রহে
নতুন আবিষ্কৃত পৃথিবী ‘রস ৫০৮বি’ তার পৃষ্ঠে জল ধরে রাখতে সক্ষম হতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ফলে এই গ্রহে জীবনের সন্ধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এটি কম ভরের এম বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এ ধরনের গ্রহগুলিতে জীবনের সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যতের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

বামন নক্ষত্রের জগতে বাস সুপার আর্থের
জ্যোতির্বিজ্ঞানীরা আরও পর্যবেক্ষণ করেছে যে, লালবামন নক্ষত্রগুলি আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের ছায়াপথের তিন-চতুর্থাংশ তারাও তৈরি করেছে ওই বামন নক্ষত্রগুলি। আর এই বামন নক্ষত্রের একটা নিজস্ব জগত রয়েছেছ। সেখানে রয়েছে অনেক এক্সপ্ল্যানেট। পৃথিবীর থেকে বড় সুপার আর্থ রয়েছে সেই নক্ষত্রজগতে।

মহাকাশ বিজ্ঞানের এক অমূল্য আবিষ্কার
স্পেস ডট কম জানিয়েছে, আমাদের গ্রহের খুব কাছেই এই সুপার-আর্থ খুঁজে পাওয়া গিয়েছে। গবেষকরদের কাছে এটি মহাকাশ বিজ্ঞানের এক অমূল্য আবিষ্কার বলে মনে করা হচ্ছে। কারণ এখানে জীবনের সন্ধান মিলতে পারে। জাপানের বি্জ্ঞানীরা এই বছরের মে মাসে প্রথম সুপার আর্থ দেখেছিলেন। বাসযোগ্য অঞ্চলের কাছাকাছি ওই সুপার আর্থের অবস্থান বলেও জানা গিয়েছে।

নক্ষত্র থেকে তাপমাত্রার অনুকূল অবস্থানে গ্রহ
গবেষণা অনুসারে এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রকে এমন দূরত্বে প্রদক্ষিণ করে যা গ্রহের পৃষ্ঠে জল গঠনের অনুকূল। অর্থার এই গ্রহের পরিবেশ জল তৈরি ও ধরে রাখার পক্ষে অনুকূল, ঠিক যেমন আমাদের পৃথিবীর অবস্থান। অর্থাৎ নক্ষত্র থেকে অনুকূল তাপমাত্রায় অবস্থান ওই সুপার আর্থের। তার ফলেই ধরে নেওয়া হয়েছে ‘রস ৫০৮বি’ গ্রহটি হল বাসযোগ্য অঞ্চল।

জাপানের সুবারু টেলিস্কোপ ব্যবহার করে
নাসার পাশাপাশি হাওয়াইয়ের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অফ জাপানের সুবারু টেলিস্কোপ ব্যবহার করে গবেষকরা একটি আবছা নক্ষত্রের কাছে গ্রহটিকে দেখেছেন। সূর্যের থেকে আকারে ছোট ওই নক্ষত্র। আর পৃথিবীর থেকে বড় গ্রহটি তার চারদিকে মাত্র ১১ দিনে প্রদক্ষিণ করে আসতে পারে।
