নিয়োগপত্র না পাওয়া অবধি আন্দোলন চলবে, জানালেন এসএসসি চাকরিপ্রার্থীরা

নিয়োগপত্র না পাওয়া অবধি আন্দোলন চলবে, জানালেন এসএসসি চাকরিপ্রার্থীরা

মেধা তালিকায় থাকা এসএসসি প্রার্থীদের চাকরির দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কয়েকদিন আগেই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আলোচনা সদর্থক হয়েছিল বলেই দাবি করেছিলেন চাকরি প্রার্থীরা। তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাফ কথা, চাকরির নিয়োগ পত্র হাতে পাওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

মেয়ো রোডে গান্ধী পূর্তির পাদদেশে ৫১৭ দিন ধরে আন্দোলন করছেন ২০১৬-র এসএসসি চাকরি প্রার্থীরা। এবার আদালতের অনুমতি পেয়ে রেড রোডে মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ ডি প্রার্থীরা। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল ২০১৭ সালে। সেক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ রয়েছে। যার ফলে বঞ্চিত হয়েছেন মেধা তালিকায় থাকা প্রার্থীরা। গত তিন দিন ধরে সেখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রার্থীরা।

রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই পরিস্থিতির সামাল দিতে অবস্থানরত এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে সেখানে প্রার্থীদের চাকরির আশ্বাস দেওয়া হলে বিরোধিতা করেছিল বিজেপি। তাদের বক্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোনও প্রতিনিধি নন তাই তিনি চাকরির আশ্বাস দিতে পারেন না। এমনটাই অভিযোগ ছিল বিজেপির। এর পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরির প্রার্থীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকের পর আন্দোলনকারীদের তরফে শহিদুল্লাহ জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন মেধা তালিকায় থাকা সবার চাকরি হবে। বৈঠক সদর্থক হয়েছে। ৬০০০ এর মধ্যে ২১৫৯ টি সিট তৈরি আছে। এখন কবে তাদের নিয়োগ পত্র তুলে দেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছেন চাকরিপ্রার্থীরা।