বাংলাদেশঃ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

বাংলাদেশঃ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মো: ছিদরাতুল মুনতাছির রিজভী নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার হবিরবাড়ি গ্রামের মো: শামছুদ্দিন খানের ছেলে ৮০ নম্বর হবিরবাড়ি পাখিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো: ছিদরাতুল মুনতাছির রিজভী ১১ আগস্ট স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিলো। এ সময় কয়েকজন ছাত্রকে দিয়ে রিজভীকে ধরে আনেন। পরে তাকে প্রধান শিক্ষক জসিম উদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন আহত রিজভীকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসা দেন।

আহত রিজভীর পিতা শামছুদ্দিন খান জানান, তার ছেলেকে কি কারণে পেটানো হয়েছে, তা তারা জানা নেই। এ ঘটনায় তিনি নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন জানান, স্কুল শিক্ষার্থী রিজভীকে পিটুনীর কথা অস্বীকার করে বলেন, ছাত্ররা নিজেরা মারামারি করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জানান, শিক্ষার্থীদের মারধর করার কোন বিধান নেই। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআই