রেড রোডে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

রেড রোডে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

দু’বছর পর সাধারণ মানুষের উপস্থিতিতে রেড রোডে উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় গার্ড অব অনার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে জমজমাট হয়ে উঠেছে রেড রোড। আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হয়।

তারপর সেখানে কী হচ্ছে?‌ আজ, সোমবার রেড রোডে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তায় সেখানে চলছে স্বাধীনতা দিবস পালন। মুখ্যমন্ত্রী প্রতিটি বিষয় তীক্ষ্ণভাবে লক্ষ্য করছেন। একইসঙ্গে জানাচ্ছেন অভিনন্দন। রেড রোডের কুচকাওয়াজে সামিল হয়েছে দুর্গাপুজোর ট্যাবলো।

ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী?‌ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দিয়েছেন। আর তিনি লিখেছেন, ‘‌ভারতের স্বাধীনতা এনেছেন যে সকল বীর সংগ্রামীরা আজ তাঁদের স্মরণ করার দিন। আমরা, ভারতবাসী, অবশ্যই তাঁদের মনে রাখব এবং নিজেদের মৌলিক কর্তব্য ও অধিকারের প্রতি অবিচল থাকব’। এই টুইট রাজ্য–রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আর কী দেখা গেল?‌ এখানে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি রাজ্য সরকারের ট্যাবলো প্রদশর্নী করা হয়। স্তোত্র পাঠ করেন মুখ্যমন্ত্রী। পুলিশ পদক পেলেন মনোজ মালব্য, আর রাজুশেখরন, প্রবীণ ত্রিপাঠী। উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি পেলেন অলোক রাজোরিয়া, রশিদ মুনির খান, ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ, আভারু রবীন্দ্রনাথ, রাজেশ কুমার ডেপুটি সিপি, রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া ডেপুটি সিপি, জ‌য়িতা বসু ডেপুটি সিপি, কামনাশিস সেন এসপি পূর্ব বর্ধমান। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে লক্ষ্মীর ভাণ্ডার–সহ সরকারি প্রকল্পের ট্যাবলোর প্রদর্শন করা হয়েছে।