কী করেছিল কেষ্ট? এক কেষ্ট ধরলে লক্ষ কেষ্ট আছে। বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে এভাবেই কার্যত কেষ্টর পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিকে নেত্রীর সেই বার্তাই যেন বুকে বল এনেছে অনুব্রতর। দলের পরিস্থিতি নিয়ে মাঝেমধ্যেই খোঁজ নিচ্ছিলেন তিনি। সেই সময়ই তাঁর কানে আসে নেত্রীর বার্তা। কার্যত লক্ষ কেষ্টর এই বার্তা যেন ঝিমিয়ে পড়া অনুব্রতকে চাঙা করে দিল অনেকটাই। আত্মবিশ্বাসে বেড়ে গেল একধাক্কায়।
সূত্রের খবর আইনজীবীর মাধ্যমে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল বিশেষ বার্তা দিয়েছেন। সূত্রের খবর, সেই বার্তায় তিনি জানিয়েছেন, জানতাম দিদি পাশে থাকবেন। আমি নির্দোষ। অন্যায়ভাবে সিবিআই আমাকে গ্রেফতার করেছে। নেত্রীর বার্তায় তিনি যে খুশি একথাও জানিয়েছেন অনুব্রত। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা।
বীরভূমে এখনও তৃণমূলের শেষ কথা অনুব্রত। কীভাবে দল চালাতে হয় তা একেবারে হাতেকলমে প্রমাণ করে দিয়েছেন অনুব্রত। সেই অনুব্রত মণ্ডলই এখন সিবিআই হেফাজতে। তাঁর আইনজীবী জানিয়েছেন, অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে আমি জানতাম যে, দিদি আমার পাশে দাঁড়াবেন। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ। তবে দিদি যে তাঁকে সাপোর্ট করেছেন তাতে তাঁর মধ্যে আত্মবিশ্বাস অবশ্যই এসেছে।
এদিকে অনুব্রতর এই প্রতিক্রিয়াকে ঘিরে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, একা কেষ্টই বীরভূমকে ছারখার করে দিয়েছেন। লক্ষ কেষ্ট বাংলায় হলে কী ভয়ানক পরিস্থিতি হবে ভাবতে পারছেন!