‘‌বিশ্বভারতীর উপাচার্য উজবুক, বহিরাগত’‌, সরাসরি আক্রমণ করলেন অনুপম হাজরা

‘‌বিশ্বভারতীর উপাচার্য উজবুক, বহিরাগত’‌, সরাসরি আক্রমণ করলেন অনুপম হাজরা

এতদিন বীরভূমের কেষ্টর সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমস্যা ছিল। এমনকী ছাত্রছাত্রী থেকে আশ্রমিকদের সঙ্গে সমস্যা দেখা দিয়েছিল। এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে স্বাধীনতা দিবসে সমস্যা দেখা দিল বোলপুরের বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সঙ্গে। তার জেরে অনুপম হাজরা সরাসরি আক্রমণ করে বসলেন উপাচার্যকে।

ঠিক কী বলেছেন অনুপম হাজরা?‌ রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্বভারতী। আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রবীন্দ্রনাথকেই বহিরাগত বলে বসেছেন। আর তা নিয়ে আজ অনুপম হাজরা বলেন, ‘‌রবীন্দ্রনাথের তৈরি প্রতিষ্ঠানের উপাচার্য রবীন্দ্রনাথকে বহিরাগত বলছেন। এগুলি উজবুকের মতো কথা না! উনি নিজেই তো বিশ্বভারতীর কেউ নন। সেদিক থেকে উনিই বহিরাগত।’‌ স্বাধীনতা দিবসের দিন অনুপম হাজরার মন্তব্যে সরগরম হয়ে উঠেছে বীরভূম।

ঠিক কী নিয়ে সমস্যা দেখা দিল?‌ সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিশ্ববিদ্যালয়গুলির যে ক্রমতালিকা করেছে তাতে দেখা যাচ্ছে দেশে প্রথম একশোতে নেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই প্রসঙ্গ টেনে অনুপম বলেন, ‘‌উপাচার্যের কাজ বিশ্ববিদ্যালয়ের মান ঠিক রাখা। তা না করে উনি স্থানীয় রাজনীতিতে নাক গলাতে যাচ্ছেন। উপাচার্যের মেয়াদ শেষ হয়ে আসছে। তাই আরও মেয়াদ বাড়ানোর জন্য নিজেকে বেশি করে বিজেপি প্রমাণ করার চেষ্টা করছেন। প্রাক্তনী থেকে আশ্রমিক—সবাই উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। কেন্দ্রে একাধিক অভিযোগ জমা পড়ছে। যথা সময়ে যা হওয়ার হবে।’‌

উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সুসম্পর্ক রয়েছে শিক্ষাপ্রতিমন্ত্রী ডা.‌ সুভাষ সরকারের। কিন্তু উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সবার গণ্ডগোল লাগে। এমনকী তাঁর জন্যই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই উপাচার্যকে একসময় পাগল বলেছিলেন অনুব্রত মণ্ডল। এবার অনুপম হাজরার রোষানলে পড়লেন বিদ্যুৎ চক্রবর্তী।

(Source: hindustantimes.com)