জনস্বার্থে জমি অধিগ্রহণ করলে ২০১৩ সালের আইন মেনে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

জনস্বার্থে জমি অধিগ্রহণ করলে ২০১৩ সালের আইন মেনে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

জনস্বার্থে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ক্ষেত্রে সমস্যা হলে ২০১৩ সালের আইনকেই প্রাধান্য দিতে হবে। নদিয়ার বেথুয়া বেথুয়াডহরিতে জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় কেন্দ্রীয় আইনে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

আদালতের নির্দেশ অনুযায়ী, ক্ষতিপূরণ পাওয়ার জন্য মামলাকারী আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসনের কাছে আবেদন করবেন এবং ছয় মাসের মধ্যে নতুন আইন মেনে ক্ষতিপূরণ দেবেন জেলাশাসক। প্রসঙ্গত, জমির অধিগ্রহণে ক্ষতিপূরণ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সেই সমস্ত মামলার সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন করছেন আইনজীবীদের একাংশ।

কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন ২০১৫ সালের ১ জানুয়ারির আগে যদি জমির অধিগ্রহণ হয়ে থাকে এবং ক্ষতিপূরণের কোনও সমস্যা থাকে সে ক্ষেত্রে ২০১৩ সালের নিয়ম মেনে ক্ষতিপূরণ দিতে হবে। মালাকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান, ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। অনেকেই ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলাগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আইনজীবী ২০১৩ সালের কেন্দ্রীয় আইন মেনে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনও আপত্তি জানাননি।