সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast Guard) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে পুরুষ ও মহিলাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (গ্রুপ ‘এ’ গেজেটেড অফিসার) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হবে ১৭ অগাস্ট থেকে। প্রার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
জেনারেল ডিউটি (জিডি)/সিপিএল(এসএসএ): ৫০টি পদ
টেক (ইঞ্জিনিয়ার)/টেক (ইলেকট্রনিক): ২০টি পদ
ল- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (গ্রুপ ‘এ’ গেজেটেড অফিসার) |
শূন্যপদের সংখ্যা: | ৭১ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | ১৭.০৮.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৭.০৯.২০২২ |
আবেদনের যোগ্যতা:
জেনারেল ডিউটি- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ ডিগ্রি থাকতে হবে। দ্বাদশ শ্রেণীতে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে। যে সকল প্রার্থীরা ডিপ্লোমা করার পরে স্নাতক সম্পন্ন করেছেন তাঁরাও আবেদনের যোগ্য।
কমার্সিয়াল পাইলট লাইসেন্স- দ্বাদশ শ্রেণীতে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে। ডিপ্লোমা সম্পন্ন করা প্রার্থীরাও আবেদনের যোগ্য তবে তাঁদের পাঠ্যক্রমে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।
টেকনিক্যাল (মেকানিক্যাল)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নাভাল আর্কিটেকচার বা মেকানিক্যাল বা মেরিন বা অটোমোটিভ বা মেকাট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন বা মেটালার্জি বা অ্যারোনটিক্যালে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
পাঁচটি ধাপে প্রার্থী বাছাই করা হবে-
পর্যায়-I সিজিসিএটি
পর্যায়-II প্রার্থীর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন
পর্যায়-III: ফাইনাল সিলেকশন বোর্ড (FSB)
পর্যায়-IV মেডিক্যাল একজামিনেশন
পর্যায়-V ইন্ডাকশন