সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ,৯৮ হাজার ৮৩ পদে মেগা ভ্যাকেন্সি, সব তথ্য এক ক্লিকে

সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ,৯৮ হাজার ৮৩ পদে মেগা ভ্যাকেন্সি, সব তথ্য এক ক্লিকে

#কলকাতা: সম্প্রতি ভারতীয় ডাকবিভাগের (India Post) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পোস্টম্যান, মেল গার্ড এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় ডাকবিভাগের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

India Post Recruitment 2022:  শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৮ হাজার ৮৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল যে, সারা দেশে মোট ২৩টি সার্কেলের পোস্ট অফিসের চাকরির শূন্যপদগুলি এই নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।

পোস্টম্যান- ৫৯,০৯৯টি পদ
মেল গার্ড- ১৪,৪৫টি পদ
মাল্টি-টাস্কিং (MTS)- ৩৭,৫৩৯টি পদ
পোস্টম্যান পদের জন্য নির্ধারিত সার্কেল
অন্ধ্রপ্রদেশ সার্কেল: ২২৮৯টি শূন্যপদ
অসম সার্কেল: ৯৩৪টি শূন্যপদ
বিহার সার্কেল: ১৮৫১টি শূন্যপদ
ছত্তিসগঢ় সার্কেল: ৬১৩টি শূন্যপদ
দিল্লি সার্কেল: ২৯০৩টি শূন্যপদ
গুজরাত সার্কেল: ৪৫২৪টি শূন্যপদ
হরিয়ানা সার্কেল: ১০৪৩টি শূন্যপদ
হিমাচলপ্রদেশ সার্কেল: ৪২৩টি শূন্যপদ
জম্মু এবং কাশ্মীর সার্কেল: ৩৯৫টি শূন্যপদ
ঝাড়খণ্ড সার্কেল: ৮৮৯টি শূন্যপদ
কর্নাটক সার্কেল: ৩৮৮৭টি শূন্যপদ
কেরল সার্কেল: ২৯৩০টি শূন্যপদ
মধ্যপ্রদেশ সার্কেল: ২০৬২টি শূন্যপদ
মহারাষ্ট্র সার্কেল: ৯৮৮৪টি শূন্যপদ
উত্তর-পূর্ব ভারত সার্কেল: ৫৮১টি শূন্যপদ
ওড়িশা সার্কেল: ১৩৫২টি শূন্যপদ
পঞ্জাব সার্কেল: ১৮২৪টি শূন্যপদ
রাজস্থান সার্কেল: ২১৩৫টি শূন্যপদ
তামিলনাড়ু সার্কেল: ৬১৩০টি শূন্যপদ
তেলঙ্গানা সার্কেল: ১৫৫৩টি শূন্যপদ
উত্তরাখণ্ড সার্কেল: ৬৭৪টি শূন্যপদ
উত্তরপ্রদেশ সার্কেল: ৪৯৯২টি শূন্যপদ
পশ্চিমবঙ্গ সার্কেল: ৫২৩১টি শূন্যপদ
মেইলগার্ড পদের জন্য নির্ধারিত সার্কেল
অন্ধ্রপ্রদেশ সার্কেল: ১০৮টি শূন্যপদ
অসম সার্কেল: ৭৩টি শূন্যপদ
বিহার সার্কেল: ৯৫টি শূন্যপদ
ছত্তিসগঢ় সার্কেল: ১৬টি শূন্যপদ
দিল্লি সার্কেল: ২০টি শূন্যপদ
গুজরাত সার্কেল: ৭৪টি শূন্যপদ
হরিয়ানা সার্কেল: ২৪টি শূন্যপদ
হিমাচলপ্রদেশ সার্কেল: ৭টি শূন্যপদ
জম্মু এবং কাশ্মীর সার্কেল: কোনও পোস্ট উপলব্ধ নেই
ঝাড়খণ্ড সার্কেল: ১৪টি শূন্যপদ
কর্নাটক সার্কেল: ৯০টি শূন্যপদ
কেরল সার্কেল: ৭৪টি শূন্যপদ
মধ্যপ্রদেশ সার্কেল: ৫২টি শূন্যপদ
মহারাষ্ট্র সার্কেল: ১৪৭টি শূন্যপদ
উত্তর-পূর্ব ভারত সার্কেল: কোনও পোস্ট উপলব্ধ নেই
ওড়িশা সার্কেল: ৭০টি শূন্যপদ
পঞ্জাব সার্কেল: ২৯টি শূন্যপদ
রাজস্থান সার্কেল: ৬৩টি শূন্যপদ
তামিলনাড়ু সার্কেল: ১২৮টি শূন্যপদ
তেলঙ্গানা সার্কেল: ৮২টি শূন্যপদ
উত্তরাখণ্ড সার্কেল: ৮টি শূন্যপদ
উত্তরপ্রদেশ সার্কেল: ১১৬টি শূন্যপদ
পশ্চিমবঙ্গ সার্কেল: ১৫৫টি শূন্যপদ
মাল্টি-টাস্কিং পদের জন্য নির্ধারিত সার্কেল
অন্ধ্রপ্রদেশ সার্কেল: ১১৬৬টি শূন্যপদ
অসম সার্কেল: ৭৪৭টি শূন্যপদ
বিহার সার্কেল: ১৯৫৬টি শূন্যপদ
ছত্তিসগঢ় সার্কেল: ৩৪৬টি শূন্যপদ
দিল্লি সার্কেল: ২৬৬৭টি শূন্যপদ
গুজরাত সার্কেল: ২৫৩০টি শূন্যপদ
হরিয়ানা সার্কেল: ৮১৮টি শূন্যপদ
হিমাচলপ্রদেশ সার্কেল: ৩৮৩টি শূন্যপদ
জম্মু এবং কাশ্মীর সার্কেল: ৪০১টি শূন্যপদ
ঝাড়খণ্ড সার্কেল: ৬০০টি শূন্যপদ
কর্নাটক সার্কেল: ১৭৫৪টি শূন্যপদ
কেরল সার্কেল: ১৪২৪টি শূন্যপদ
মধ্যপ্রদেশ সার্কেল: ১২৬৮টি শূন্যপদ
মহারাষ্ট্র সার্কেল: ৫৪৭৮টি শূন্যপদ
উত্তর-পূর্ব ভারত সার্কেল: ৩৫৮টি শূন্যপদ
ওড়িশা সার্কেল: ৮৮১টি শূন্যপদ
পঞ্জাব সার্কেল: ১১৭৮টি শূন্যপদ
রাজস্থান সার্কেল: ১৩৩৬টি শূন্যপদ
তামিলনাড়ু সার্কেল: ৩৩৬১টি শূন্যপদ
তেলঙ্গানা সার্কেল: ৮৭৮টি শূন্যপদ
উত্তরাখণ্ড সার্কেল: ৩৯৯টি শূন্যপদ
উত্তরপ্রদেশ সার্কেল: ৩৯১১টি শূন্যপদ
পশ্চিমবঙ্গ সার্কেল: ৩৭৪৪টি শূন্যপদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় ডাকবিভাগ (India Post)

পদের নাম পোস্টম্যান, মেল গার্ড এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা ৯৮ হাজার ৮৩টি
কাজের স্থান ভারত
কাজের ধরণ বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ বিশদ দেখুন

India Post Recruitment 2022: আবেদনের যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। প্রতিটি পদের জন্য যোগ্যতার মান ভিন্ন ভিন্ন।

India Post Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

India Post Recruitment 2022: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে indiapost.gov.in যেতে হবে।
হোমপেজে গিয়ে নিয়োগের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
পদ নির্বাচন করে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে।
ফর্ম পূরণ করতে হবে।
ফর্ম জমা দিতে হবে এবং ফি প্রদান করতে হবে।
আবেদনের ফর্ম ডাউনলোড করতে হবে।
ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের একটি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে।

Published by:Debalina Datta

(Source: news18.com)