পার্থর জন্য AC গাড়ি, ‘পাইলট কার’! আর অর্পিতার কপালে ‘প্রিজন ভ্যান’?

পার্থর জন্য AC গাড়ি, ‘পাইলট কার’! আর অর্পিতার কপালে ‘প্রিজন ভ্যান’?

#কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। একই মামলায় অভিযুক্ত পার্থ-অর্পিতাকে আজ আদালতে পেশ করা হয়। তবে জেল থেকে আদালত ফের আদালত থেকে জেল, একই মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির সঙ্গে ব্যবহারে দেখা গেল দুই নিয়ম। যা নজর কাড়ল আদালত চত্বরে।

এদিন দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়ের জন্যে যাতায়াতে ছিল কালো কাঁচ দেওয়া এসি গাড়ির ব্যবস্থা। আর সঙ্গে ছিল পাইলট কার। কিন্তু একই মামলায় অভিযুক্ত হয়েও অর্পিতা মুখোপাধ্যায়ের জন্যে ছিল জেলের ‘ প্রিজন ভ্যান’। কেনও এইরকম ভেদাভেদ? শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় পার্থ-অর্পিতাকে। এদিন, আদালতে ইডির আইনজীবী দাবি করেন, পার্থ তদন্তে সহযোগিতা করেননি। অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থের উৎস সম্পর্কেও মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর ফোন থেকে জীবন বিমা সংক্রান্ত তথ্য পাওয়ার কথা প্রাক্তন মন্ত্রীকে জানান ইডি-র আধিকারিকরা। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর বয়ানের কাগজ সই করাতে গেলে পার্থ নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও এদিন আদালতে দাবি করেছেন ইডির আইনজীবী।

ইডি সূত্রে দাবি, মন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করার পর দেখা যায়, অর্পিতার নামে ৩১টি জীবন বিমা করা আছে, যাতে নমিনি হিসাবে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। শুধু তা-ই নয় পার্থর হোয়াটসঅ্যাপ মেসেজ ঘেটে দেখা গিয়েছে, অর্পিতার বিমা সংক্রান্ত মেসেজ রয়েছে মন্ত্রীর ফোনে। এমনকী, বিমার কাগজপত্রে যোগাযোগের নম্বর হিসাবে পার্থর ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া ছিল বলে দাবি করেছেন ইডির আইনজীবী।

সৌরভ তিওয়ারি

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)