বাংলাদেশঃ গৌরীপুরে যুবকের লাশ উদ্ধার

বাংলাদেশঃ গৌরীপুরে যুবকের লাশ উদ্ধার

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে ব্রীজের নিচ থেকে মোঃ আজিজুল হক (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ

শুক্রবার (১৯ আগস্ট) উপজেলার মইলাকান্দা ইউনিয়নের উত্তর লামাপাড়া ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ আজিজুল হক পূর্বধলা উপজেলার গলাকান্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে উত্তর লামাপাড়া ব্রিজের নিচে লাশ ভেসে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর