জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পড়াশোনাকে সবার কাছে পৌঁছনো: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পড়াশোনাকে সবার কাছে পৌঁছনো: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

#কলকাতা: জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) আসলে দেশের জ্ঞানের দলিল। এমনটাই মনে করেন দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান জাতীয় শিক্ষা নীতির লক্ষ্য, শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া। বৃহস্পতিবার শিল্প সংস্থা ASSOCHAM-এর একটি অধিবেশনে বক্তৃতাকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, কেন্দ্র প্রাথমিক স্তরে পড়ুয়াদের অংশগ্রহণ ও শিক্ষায় তাঁদের অন্তর্ভুক্তি বাড়াতে এবং তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিশ্চিত করতে চাইছে।

“NEP ২০২০ হল প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত ভারতের শিক্ষার ভবিষ্যৎ। এর লক্ষ্য একজন ব্যক্তির সর্বাঙ্গীণ উন্নয়ন। এর লক্ষ্য শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দেওয়া,” বলেন ধর্মেন্দ্র।

মন্ত্রীর কথায়, ভারত জ্ঞানভিত্তিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। “বিশ্বের নেতৃত্ব দিতে গেলে ভারতকে সঠিক জায়গা নিশ্চিত করতে হবে। আর তার নেপথ্যে ভারতের শিক্ষাগত ভ্রাতৃত্বের বড় ভূমিকা রয়েছে৷ জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর লক্ষ্যেই একটি পথ,” বলেন ধর্মেন্দ্র প্রধান৷

“যখন মহামারী শুরু হয়েছিল, তখন ভারত প্রচুর পরিমাণে পিপিই উত্পাদন করত না। দুই বছরে আমরা বিশ্বের শীর্ষস্থানীয় পিপিই রপ্তানিকারকদের মধ্যে একজন হয়ে উঠি,” দেশের স্থানার্জনের উদাহরণ তুলে ধরে বলেন মন্ত্রী। পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরাও এই আলোচনাসভায় অংশ নিয়েছিলেন এবং ভারতের শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের চিন্তাভাবনাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

Published by:Madhurima Dutta

(Source: news18.com)