News
oi-Mohona Biswas
কাপুর পরিবারে খুশির হাওয়া। মা হলেন সোনম কাপুর। শনিবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। পুত্র সন্তানের হওয়ায় গর্বিত বাবা আনন্দ আহুজা। নতুন বাবা-মা আনন্দ আহুজা ও সোনম কাপুরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান নীতু কাপুর, ফারহা খান। খুশি সদ্য দাদু হওয়া অনিল কাপুর।
অভিনেত্রী নীতু কাপুর ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে সোনমের বাবা-মা অনিল এবং সুনিতা কাপুরের সঙ্গে তাঁর শুভ কামনা ভাগ করে নিয়েছেন। সেই কার্ডে লেখা রয়েছে, “২০/০৮/২০২২-এ আমরা আমাদের সুন্দর শিশুপুত্রকে মাথা নত করে স্বাগত জানিয়েছি। ডাক্তার, নার্স, বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে ধন্যবাদ যারা এই যাত্রায় আমাদের সমর্থন করেছেন। এটি শুধুমাত্র শুরু কিন্তু আমরা জানি এরপর আমাদের জীবন চিরতরে পরিবর্তিত হয়েছে। সোনম ও আনন্দ।
সোনমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সেলেব থেকে শুরু করে অনুরাগীরা। শুভেচ্ছায় ভরে উঠেছে দাদু অনিল কাপুরের প্রোফাইলও। এদিকে পরিচালক ফারাহ খানও একই কার্ড শেয়ার করেছেন। তবে, সোনম এবং আনন্দ এখনও তাদের সোশ্যাল মিডিয়ায় কোনও বার্তা শেয়ার করেননি।
প্রসঙ্গত, লন্ডনে নিজেদের বাসভবনেই বেবি শাওয়ারের পার্টি করেছিলেন সোনম কাপুর। তবে, মুম্বইয়ে বাতিল হয়ে গিয়েছিল সাধ ভক্ষণের অনুষ্ঠান। ১৭ জুলাই মুম্বইয়ে হওয়ার কথা ছিল সোনমের সাধের অনুষ্ঠান। যে বাংলোতে সোনম ও আনন্দের বিয়ে হয়েছিল, সেখানেই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অতিথিদের কাছে নিমন্ত্রণ পত্রও পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষমেশ কোভিডের কারণেই মেয়ের সাধের অনুষ্ঠান বাতিল করে কাপুর পরিবার।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজা ৮ মে, ২০১৮-তে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। ২০২২ সালের মার্চ মাসে, এই সেলেব দম্পতি ঘোষণা করেছিলেন যে তাঁরা একসঙ্গে তাঁদের প্রথম সন্তানের মা বাবা হতে চলেছেন।
এর আগে, সোনম কাপুর ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে তাঁর গর্ভাবস্থা সম্পর্কে কিছু কথা শেয়ার করেছিলেন। ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি মাতৃত্বের দোরগোড়ায় এবং আমার জন্মদিনের দোরগোড়ায় পৌঁছে এই পোশাক বেছে নিচ্ছি। আমি অনুভব করি, গর্ভবস্থা অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং সুন্দর একটা মুহূর্ত…ধন্যবাদ।”
সোনম কাপুরকে শোম মাখিজা পরিচালিত ছবি ‘ব্লাইন্ড’-এ দেখা যাবে। এই ছবিতে পুরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে সূত্রের খবর।
(Source: oneindia.com)