কেউ কৃষ্ণ সেজে গাড়িতে বসেছিলেন। কেউ আবার বাঁশি বাজাচ্ছিলেন। জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, তা রঙিন হয়ে থাকল। কড়া নিরাপত্তার মধ্যে হাজার-হাজার মানুষ সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। মেতে ওঠেন জন্মাষ্টমীতে।
শুক্রবার বিকেলে ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় পা মেলান হাজার-হাজার মানুষ। ছেলেরা গেরুয়া বসন পরে আসেন। মেয়েরা শাড়ি পরেন। অনেকেই শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন পর্যায়ের মতো সেজে আসেন। আবার অনেকের হাতে কুলো ছিল। কুলোয় লেখা ছিল ‘শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী’। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকা দিয়ে ঘুরে বাহাদুর শাহ পার্কে শেষ হয় শোভাযাত্রা।
এবার জন্মাষ্টমী উপলক্ষ্যে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পুজো কমিটি। ইসকনের বিভিন্ন মন্দিরেও জন্মাষ্টমী পালন করা হয়। গত বুধবার (১৭ অগস্ট) ভারতীয় হাইকমিশনে বড় অনুষ্ঠান হয়েছিল। আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
(Source: hindustantimes.com)