কঙ্গনার মনোনয়ন প্রত্যাহার করল ফিল্মফেয়ার, আদালতে যাওয়ার হুমকি অভিনেত্রীর

কঙ্গনার মনোনয়ন প্রত্যাহার করল ফিল্মফেয়ার, আদালতে যাওয়ার হুমকি অভিনেত্রীর

কঙ্গনার মনোনয়ন প্রত্যাহার

ফিল্মফেয়ার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ বিবৃতি জারি করে কঙ্গনা রানাওয়াতের অভিযোগকে মিথ্যা বলেছে এবং দাবী করেছে যে তারা শুধুমাত্র কঙ্গনা রানাওয়াতের সঙ্গে যোগাযোগ করে তাঁকে মহিলা বিভাগে প্রধান চরিত্রে সেরা অভিনেত্রীর মনোনীত হওয়ার খবর জানায়। ফিল্মফেয়ার এও জানিয়েছে যে কঙ্গনাকে আমন্ত্রণপত্র পাঠানোর জন্য তাঁর ঠিকানাও চাওয়া হয়। প্রসঙ্গত, আগামী ৩০ অগাস্ট মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার বিকেসিতে এই পুরস্কারের অনুষ্ঠান হবে। ফিল্মফেয়ার তাদের বিবৃতিতে বলে, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার জন্য আমরা তাঁর থালাইভি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন বাতিল করলাম। আমরা তাঁর বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে যে কোনও আইনি ব্যবস্থা নেওয়ার সমস্ত অধিকার সংরক্ষণ করি যা আমাদের খ্যাতি এবং সম্মানকে কলঙ্কিত করে।’‌

কঙ্গনার পাল্টা জবাব

কঙ্গনার পাল্টা জবাব

চুপ করে এই বিবৃতি শোনার মতো মেয়ে কঙ্গনা যে নয় তা এতদিনে সবাই বুঝে গিয়েছেন। ফিল্ম ফেয়ারকে পাল্টা জবাব দিয়ে অভিনেত্রী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুমকিও দেন। কঙ্গনা লেখেন, ‘‌অবশেষে ফিল্মফেয়ার আমার সেরা অভিনেত্রীর মনোনয়ন প্রত্যাহার করেছে, এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে আমার লড়াইতে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। কিন্তু এটা কোনওভাবেই আমায় আটকাতে পারবে না এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। আমার প্রয়াস হল এইসব অনৈতিক অভ্যাসের অবসান ঘটানো এবং এই ধরনের ক্ষতিকর অ্যাওয়ার্ড শো বন্ধ করা। দেখা হচ্ছে আদালতে।’‌

ফিল্মফেয়ারকে কটাক্ষ

ফিল্মফেয়ারকে কটাক্ষ

রবিবার কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে ফের ফিল্মফেয়ারকে কটাক্ষ করে লেখেন, ‘‌২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক সংস্থাকে ব্যান করেছি। কিন্তু আমার কাছে ওদের অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য ক্রমাগত ফোন আসছে। এ বছর ওরা আমাকে থালাইভির জন্য পুরস্কার দিতে চায়। ওরা যে আমাকে এখনও মনোনয়ন দেয় সেটা জেনে অবাক হলাম। এমন দুর্নীতিগ্রস্ত কাউকে প্রশ্রয় দেওয়াটা এটা আমার মর্যাদা ও নীতিবিরুদ্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব।’

থালাইভার জন্য মনোনয়ন

থালাইভার জন্য মনোনয়ন

জানা গিয়েছে, কিয়ারা আদবাণী, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু এবং বিদ্যা বালানের পাশাপাশি ‘থালাইভি’তে এই বছর প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছেন কঙ্গনা। এদিকে শুধু ফিল্মফেয়ারই নয়, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাঁকে ‘মেমোরিয়াম ট্রিবিউটস’ না করায় অস্কার এবং এমিও বয়কটের আহ্বান জানিয়েছিলেন কঙ্গনা।