পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু,অভিযুক্ত শাশুড়িকে গাছে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের

পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু,অভিযুক্ত শাশুড়িকে গাছে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের

#এগরা: বউয়ের মৃত্যুর জন্য দায়ী শাশুড়ি! এই অভিযোগ তুলেই মৃত পুত্রবধূর শাশুড়িকে রাস্তার ধারে গাছের সঙ্গে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, পুত্রবধূর মৃত্যুর জন্য দায়ী শাশুড়ি সহ গোটা পরিবারই। ঘটনাটি ঘটেছে এগরা দু’ নম্বর ব্লকের নয়াপাড়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃণালকান্তি মান্নার সঙ্গে বিয়ে হয় বারাসাতের মৌসুমী মান্নার। অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি লেগেই থাকতো। তা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার সালিশি সভাও হয়েছে। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি।

অভিযোগ, মাস কয়েক আগে মৌসুমী মান্না (৩২) শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে পানিপরুলে তাঁর মাসির বাড়িতে আশ্রয় নেন। পরে শ্বশুর শাশুড়ির কথামতো ফের এই বাড়িতে ফিরে আসেন। গত রবিবার থেকে পারিবারিক অশান্তি চরমে ওঠে। এরমধ্যেই সোমবার রাতে বাড়ির ভেতর থেকে আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। ঘটনাস্থলে এসে তাঁরা দেখতে পান বাড়ির বারান্দায় মৌসুমীর মৃতদেহ দড়ি থেকে ঝুলছে।

খবর দেওয়া হয় এগরা থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, মৃতার স্বামী মৃণালকান্তি মান্না ও শাশুড়ি শিপ্রা মান্না দু’জনে মিলে পরিকল্পনা করেই খুন করেছে বাড়ির বউমাকে।

মঙ্গলবার বিকেলে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে মৃতার শ্বশুরবাড়ি ঘেরাও করে উত্তেজিত মানুষজন। পুলিশি হস্তক্ষেপের তোয়াক্কা না করেই অভিযুক্ত শাশুড়ি শিপ্রা মান্নাকে গাছে বেঁধে রেখে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় থানায়। পুলিশ জানিয়েছে, মৃতার বছর বারোর এক মেয়ে এবং বছর ছয়েকের এক ছেলে রয়েছে। মৃতার স্বামী পলাতক।

Published by:Madhurima Dutta

(Source: news18.com)