হর কদম দেশ কা নাম! সেনাবাহিনীতে শ’য়ে শ’য়ে মেডিক্যাল অফিসার নিয়োগ

হর কদম দেশ কা নাম!  সেনাবাহিনীতে শ’য়ে শ’য়ে মেডিক্যাল অফিসার নিয়োগ

বয়সসীমা

যাঁদের এমবিবিএস ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর আর যাঁদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রে বয়সের ঊর্ধসীমা ৩৫ বছর।

যোগ্যতা

যোগ্যতা

ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী মেডিক্যালে যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি ২০২২-এর ৩১ অগাস্টের আগে যাঁরা ইন্টার্নশিপ পাশ করবেন, তাঁরাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

প্রার্থী বাঠাই করা করা হবে ওয়াক-ইন ইন্টারভিউএর মাধ্যমে। যা হবে ২৭ সেপ্টেম্বর। দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতালে হবে ইন্টারভিউ।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://amcsscentry.org/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট থেকেই নিয়োগেরবিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। আবেদনকারীদের কাছে অনুরোধ, তাঁরা যেন আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেন।