পিকনিক থেকে ফেরার পথে জলে ডুবে মৃত্যু যুবকের, ঘটনায় অদ্ভুত রহস্য!

পিকনিক থেকে ফেরার পথে জলে ডুবে মৃত্যু যুবকের, ঘটনায় অদ্ভুত রহস্য!

#মাথাভাঙ্গা: বুধবার মধ্যরাতে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে পিকনিক করে ফেরার পথে রহস্যজনক মৃত্যু যুবকের। পিকনিক করে বাড়ির পথে কেদারহাট ২ নং গিলাডাঙ্গা পাকা রাস্তায় বাইক দুর্ঘটনার পর পুকুরের জলে পড়ে মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরিবাড়ি এলাকায়। মৃত বাইক আরোহী যুবকের নাম উত্তম বর্মন, তাঁর বয়স ২৩। স্থানীয় সূত্র জানা যায়,  বৃহস্পতিবার সকালে কেশরিবাড়ি এলাকার পাকা রাস্তার ধারের একটি পুকুরে একটি বাইকের মাথা দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা পুকুরে নেমে প্রথমে বাইকটিকে উদ্ধার করেন। তখনই এলাকার লোকেদের সন্দেহ জাগে এক যুবক সেখানে হয়তো তলিয়ে রয়েছে। খোঁজ খবর শুরু করতেই উত্তম বর্মন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় সেখান থেকে।
মৃত বাইক আরোহীর বাড়ি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ছোট কেশরিবাড়ি এলাকায়। মৃতের এক আত্মীয় অবিনাশ বর্মন জানান, “গতকাল সন্ধ্যায় আমার কাছ থেকে বাইকটি নিয়ে যায় উত্তম। উত্তম বলে কেদারহাট এলাকায় খাওয়া দাওয়া আছে। তাই বাইকটি নেয়। বৃহস্পতিবার সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যুর কথা শুনতে পারি। এর বেশি কিছু আমার জানা নেই।”

অন্যদিকে, মৃতের কাকা ক্ষিতিশ বর্মন জানান, “গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় উত্তম। রাতে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। কিন্তু রাত ১২টা বেজে গেলেও মোবাইল সুইচ অফ বলছিল। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর পাই। এটা খুন নাকি বাইক দুর্ঘটনা তা ময়নাতদন্ত করলেই সম্পূর্ন পরিষ্কার বোঝা যাবে। ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।”এদিন এই ঘটনার খবর পেয়ে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

সার্থক পণ্ডিত

(Source: news18.com)