সুতোয় টান দিচ্ছে CBI! এবার কি পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চলেছে?

সুতোয় টান দিচ্ছে CBI! এবার কি পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চলেছে?

#কলকাতা: শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় তৃতীয় গ্রেফতার প্রদীপ সিং। প্রদীপ সিং পেশায় ব্যবসায়ী। গতকাল সিবিআই তাকে রাজারহাট নিউটাউনের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বেশ কিছু নথি পায় বলে দাবি সিবিআই সূত্রের।আজ প্রদীপকে আলিপুর সিবিআই আদালতে তোলা হলে তাকে সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক। আদালতে সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়, প্রদীপ সিং এর নাম শান্তি প্রসাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।

শান্তি প্রসাদ সিনহা নাকি তদন্তকারী অফিসারকে আরও জানিয়েছেন, যারা শিক্ষকের চাকরির পরীক্ষায় অকৃতকার্য কিম্বা অনেক পেছনের দিকে নাম রয়েছে, তাদের নামের তালিকা বানিয়ে দিত প্রদীপ। প্রদীপ সরাসরি তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে যোগাযোগ করত। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় প্রদীপ সম্পর্কে জানেন বলে গোয়েন্দাদের জানিয়েছে শান্তি প্রসাদ।

অন্যদিকে এও অভিযোগ,প্রদীপ সিংহের একটি আইটি ব্যবসা রয়েছে। যেখানে নিয়োগ পত্রে সই স্ক্যান করে জাল হয়েছে। সিবিআই আজ প্রদীপের সল্টলেকের অফিসে তল্লাশি চালায়। সেই অফিস থেকেও সন্দেহজনক কাগজপত্র পাওয়া গিয়েছে বলে,সূত্রের খবর। অন্যদিকে গতকালই শান্তি প্রসাদ সিনহা জানিয়েছিলেন, তিনি কম্পিউটার জানেন না। অশোক কুমার সাহা চক্রের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা। সেটা জানিয়েছিলেন শান্তি প্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহা। এদিকে আজ প্রদীপের আইনজীবী আদালতে জামিনের আবেদন করে।

সিবিআই এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের মামলা। এই ষড়যন্ত্রের মধ্যে ছোট আকারের দালাল থেকে আরম্ভ করে বড়মাথা যারাই চাকরি কেনাবেচার মধ্যে জড়িয়ে আছেন,তারা কেউ ছাড়া পাবে না।  সমস্ত কিছু শোনার পর বিচারক প্রদীপ সিংহের সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। তবে আস্তে আস্তে সুতোয় টান দিচ্ছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের নাম মামলায় ইতিমধ্যেই নিয়ে এল সিবিআই। তাহলে কী খুব তাড়াতাড়ি এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চলেছে সিবিআই? যদিও সে ব্যাপারে মুখ খুলতে নারাজ তদন্তকারী সংস্থা।

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)