পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে রোদ্দূর রায়ের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে আবেদনকারী হাজির না থাকায় মামলাটি খারিজ হয়ে যায়। এদিনের শুনানিতে হাজির ছিলেন না রোদ্দূর রায় বা তাঁর আইনজীবী। যার জেরে মামলা খারিজ করেন বিচারপতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুক লাইভে অশালীন মন্তব্য করায় গত ৭ জুন গোয়া থেকে রোদ্দূর রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। এর পর একের পর এক মামলায় তাঁকে হেফাজতে নিতে শুরু করে কলকাতা পুলিশের বিভিন্ন থানা। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্যের মামলাও।
গত ২৭ জুন জামিন পান রোদ্দূর রায়। তার পর থেকে সোশ্যাল সাইটে দেখা যায়নি তাঁকে। জামিনে মুক্তি পাওয়ার পর কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ ও FIR প্রত্যাহারের দাবিতে হাইকোর্টে মামলা করেন তিনি। কিন্তু শুনানির দিন আদালতে হাজির না হওয়ায় খারিজ হয়ে গেল সেই মামলা।