Post Office: মাত্র ২৯৯ টাকায় ১০ লাখ টাকার বীমা কভার! কীভাবে পাবেন এই সুবিধা

Post Office: মাত্র ২৯৯ টাকায় ১০ লাখ টাকার বীমা কভার! কীভাবে পাবেন এই সুবিধা

১০ লাখ টাকার কভার

এই বীমা কভারেজের সবথেকে বড় ব্যাপার হল বড়সড় কোনও যদি দুর্ঘটনা ঘটে। আর হাসপাতালে যদি ভর্তি হতে হয় সেক্ষেত্রে এর খরচ পাওয়া যায়। চিকিৎসার খরচ অনুযায়ী ৬০ হাজার টাকা পর্যন্ত আইপিডি খরচ এবং ওপিডিতে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্লেম পাওয়া যাবে। আর এই বীমার জন্যে খুবও কম প্রিমিয়াম দিতে হবে। প্রকাশিত খবর অনুযায়ী, গ্রাহককে ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকার প্রিমিয়াম দিতে হবে। আর এত সঙ্গে ১০ লাখ টাকার কভার পাওয়া যাবে। সাধারণ মানুষের কথা ভেবেই অসাধারণ এই যোজনা নিয়ে আসা হয়েছে।

এক নজরে বীমার প্ল্যান-

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এবং টাটা এআইজি’র মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে ব্যক্তিরা দুর্ঘটনা সংক্রান্ত এই বীমা সুরক্ষা নিতে পারবেন। দুই প্রকার বীমা কভার রয়েছে। দুর্ঘটনা থেকে মৃত্যু, প্যারালাইস হয়ে পড়লে ১০ লাখ টাকা পর্যন্ত কভার দেওয়া হবে। কিন্তু এক বছর শেষ হওয়ার আগেই বীমা নতুন করে রিনুউ করতে হবে। এজন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যেতে হবে। তবে এক্ষেত্রে পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর।

অন্য সুবিধা কি রয়েছে?

এই প্ল্যানের মাধ্যমে ৩৯৯ টাকার প্রিমিয়ামের দারুন বীমা রয়েছে। যেখানে দুটি বাচ্চার পড়ার জন্য ১ লাখ টাকা পর্যন্ত খরচ, ১০ দিন হাসপাতালে থাকলে প্রত্যেকদিনের ১০০০ টাকা, অন্য শহরের থাকা পরিবারের জন্যে ২৫ হাজার টাকা পর্যন্ত ট্রান্সপোর্ট খরচ কভারে পাওয়া যাবে। এছাড়াও মৃত্যু পর অন্তিম সংস্কারের খরচ হিসাবে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। এই বীমা করাতে হলে অবশ্যই পোস্ট অফিসে যেতে হবে।

এছাড়াও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পোস্ট অফিসের সঙ্গেই যোগাযোগ করতে বলা হয়েছে। বর্তমানে সমস্ত বীমার খরচ এক ধাক্কায় অনেক বেড়ে গিয়েছে। কার্যত মধ্যবিত্তের বাইরে বীমা। এই অবস্থায় ভারতীয় পোস্ট অফিসের এই বীমা কভার অনেক মানুষের উপকারে আসবে বলেই মনে করা হচ্ছে।