তিন বিধায়কের থেকে লক্ষ লক্ষ টাকা, জাল গোটাচ্ছে সিআইডি! ফের তলব অসমের ব্যবসায়ীকে

তিন বিধায়কের থেকে লক্ষ লক্ষ টাকা, জাল গোটাচ্ছে সিআইডি! ফের তলব অসমের ব্যবসায়ীকে

#কলকাতা: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস এমএলএ-র থেকে পাঁচলায় পঞ্চাশ লক্ষ টাকা  উদ্ধারের ঘটনায় ফের  সিআইডির নোটিস অসমের গুয়াহাটির ব্যাবসায়ী অশোক কুমার ধানুকাকে। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।  তাঁকে শনিবার জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার কারণ এক মিডল ম্যানের মাধ্যমে  অসমের ব্যবসায়ী অশোক ধানুকার টাকা কলকাতায় মহেন্দ্রর অফিসে আসে, সিআইডি সূত্রে এমনই খবর।

কেন টাকা দিয়েছিলেন? কী উদ্দেশে টাকা দেওয়া হয়েছিল? মহেন্দ্রর কলকাতার দুই বিজনেজ ক্লাইন্টের সঙ্গে অসমের ব্যবসায়ী অশোক ধানুকার কোনও লিংক আছে কিনা, তা জানতে চায় সিআইডি। সিআইডি সূত্রে খবর, অশোক ধানুকাকে সমন করে শনিবার তলব করে ভবানী ভবনে। সন্ধ্যে বেলা তিনি ভবানী ভবন আসবেন এমনটাই সিআইডিকে জানিয়েছেন তিনি, দাবি সিআইডির।
তাঁকে গত ৭ অগাস্ট গুয়াহাটির বাড়িতে সিআইডি টিম গিয়ে নোটিস দিয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। শনিবার তাঁকে দ্বিতীয়বার তলব করল সিআইডি। ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কদের থেকে পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়  অশোক ধানুকাকে তলব করে সিআইডি জিজ্ঞাসাবাদ করতে চায়। সিআইডি-র দাবি, ওই ব্যাবসায়ীকে ৪১এ সিআরপিসি অনুসারে নোটিস দিয়েছিল সিআইডি।

তবে আসাম পুলিশ ইতিমধ্যে তাঁর বাড়িকে গার্ড দেওয়ার জন্য মোতায়েন ছিল। সিআইডি-র দাবি, মহেন্দ্র আগারওয়ালকে জিজ্ঞাসাবাদ করে অসমের পাঁচ ব্যবসায়ী তথা শিল্পপতির নাম জানা যায়। তাঁর মধ্যে একজন হলেন অশোক কুমার ধানুকা। সিআইডি সূত্রে আরও জানা গিয়েছে, ওই ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা মিডল ম্যানের মাধ্যমে কলকাতায় মহেন্দ্রর অফিসে দেওয়ার জন্য বন্দোবস্ত করে দিয়েছিল। এমএলএদের কাছে কেন ওই টাকা দেওয়া হয়েছিল? এই টাকার উৎস কী? কী উদ্দেশে দেওয়া হয়েছিল? কে দিতে বলেছিলেন? এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সিআইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর সঙ্গে কীভাবে যোগাযোগ সে ব্যাপারেও জিগ্যেস করা হবে। হাওয়ালার মাধ্যমে এসেছিল পঞ্চাশ  লক্ষ টাকা সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা।  জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ঘটনার দিন মাহেন্দ্র অফিসে ছিলেন না। তাঁর মায়ের মৃত্যু জন্য তিনি বাড়িতে গিয়েছিলেন। সে সময় অফিসের কিছু কর্মী ছিলেন।  মহেন্দ্রর অফিসের কর্মীদের ও  মহেন্দ্র আগারওয়ালের বয়ান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মহেন্দ্রর গোপন জবানবন্দি সিআইডি নিয়েছে। এখনও পর্যন্ত মহেন্দ্রর বিজনেজ ক্লায়েন্টদের বয়ান রেকর্ড করে যে তথ্য পেয়েছে সিআইডি, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অশোক ধানুকাকে।

Published by:Suman Biswas

(Source: news18.com)