কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধি? সিদ্ধান্ত ১৭ অক্টোবরের সভাপতি নির্বাচনে

কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধি? সিদ্ধান্ত ১৭ অক্টোবরের সভাপতি নির্বাচনে

#নয়াদিল্লি : অবশেষে সভাপতি পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। আগামী ১৭ অক্টোবর সভাপতি পদে ভোট গ্রহণ হবে এবং ফলাফল প্রকাশ হবে তার দুদিন পর অর্থাৎ ১৯ অক্টোবর। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওয়ার্কিং কমিটির বৈঠকের পর দলের সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন ওয়ার্কিং কমিটির সদস্য মধুসূদন মিস্ত্রি।

তিনি জানিয়েছেন, সভাপতি পদে নির্বাচনের জন্য ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হবে। ২৪ শে সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। মধুসূদন মিস্ত্রি জানান সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১ অক্টোবর মনোনয়নের স্ক্রুটিনি হবে এবং ৮, অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সভাপতি পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচির ঘোষণা করা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে। ৪ সেপ্টেম্বর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেশজুড়ে ‘হাল্লা বোল’ কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস। এছাড়াও ৭, সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জনযাত্রা শুরু করবে কংগ্রেস। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। তবে তাঁর সঙ্গে ছিলেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। দলের বিক্ষুব্ধ এবং টি-২৩ গোষ্ঠীর নেতা আনন্দ শর্মা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই কংগ্রেস ছেড়েছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ শুক্রবার প্রাথমিক নেতৃত্ব সহ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন, দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির কাছে একটি পাঁচ পৃষ্ঠার নোট পাঠিয়েছেন যেখানে তিনি দলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক এবং ইন্দিরা গান্ধির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন। স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে জম্মু ও কাশ্মীরের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করার কয়েকদিন পরই, গুলাম নবি আজাদ তাঁর বিশদ পদত্যাগপত্রে লিখেছেন কংগ্রেস দলের পরিস্থিতি ‘নো রিটার্ন’-এর পর্যায়ে পৌঁছেছে।

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)