খুঁজতে হবে খোলা তালা, দেখুন তো পান কি না! ২০ সেকেন্ড সময়

খুঁজতে হবে খোলা তালা, দেখুন তো পান কি না! ২০ সেকেন্ড সময়

#কলকাতা: আমরা যা দেখি, তার সবটাই কি সত্যি! কথাটা দার্শনিক বলে মনে হতে পারে। কিন্তু এর পিছনে রয়েছে বিজ্ঞান। মানুষের চোখ অনেক সাধারণ বিষয়েও ভুল করে ফেলে। ভুল দেখে বা ভুল বোঝে।

মনস্তত্ত্ব (Psychology) এবং মস্তিষ্কের কাজ করার পদ্ধতি বোঝার ক্ষেত্রে কিছু ছবি বা প্যাটার্ন এমন ভাবে তৈরি করা হয় যাতে আমাদের চোখ সামনে রাখা সত্যটিও দেখতে পায় না। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) এমন একটি ছবি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, যেখানে অসংখ্য তালার মধ্যে থেকে একটি খোলা তালা খুঁজে বের করতে হবে।

আসলে ছবিতে অনেকগুলি তালা রয়েছে, যার মধ্যে একটি তালা খোলা। ইন্টারনেটে ২০ সেকেন্ডের মধ্যে সেই খোলা তালাটিকে খুঁজে বের করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। ঘটনা হল কোনও নেটিজেন যদি ২০ সেকেন্ডের মধ্যে নির্দিষ্ট খোলা তালাটি খুঁজে পেয়ে যান, তা হলে বুঝতে হবে তাঁর মস্তিষ্ক সত্যিই প্রখর।

এই ছবিটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে হলুদ রঙের তালাগুলির মুখ খোলা না বন্ধ তা আলাদা করে প্রমাণ করা কঠিন। যতক্ষণ না পর্যন্ত খোলা তালাটি খুঁজে পাওয়া যাচ্ছে।

খোলা তালা কোথায় লুকিয়ে আছে?

Planetworm Riddles and Tests একটি পেজ থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছে। এখানে এক সঙ্গে অনেকগুলি হলুদ রঙের তালা দেখতে পাওয়া যাচ্ছে। মূল কাঠামো হলুদ হলেও এই তালার আংটাটি ধূসর রঙের।

এ গুলি এমনভাবে একটার পর একটা রাখা হয়েছে, যাতে এক নজরে দেখতে চোখ বিভ্রান্ত হতে বাধ্য। প্রাথমিক ভাবে বোঝা সম্ভবই নয়, কোন তালা খোলা, কোনটি বন্ধ! এই বিভ্রান্তিকর ছবিতে, কেবল মাত্র একটিই খোলা মুখ তালা রয়েছে, যা খুঁজে বের করতে হবে।

যদিও এই কাজটা খুব কঠিন নয়। আর সে জন্যই ইন্টারনেটে ২০ সেকেন্ডের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এ টুকু সময় চোখের বিভ্রান্তি কাটাতে যথেষ্ট নয় বলেই মে করছেন নেট নাগরিকরা।

দেখে নেওয়া যাক সন্ধান

২০ সেকেন্ডের মধ্যে খোলা তালা খুঁজে না পেলে, এই নিবন্ধের সাহায্য নেওয়া যেতে পারে। এক বার পথ দেখিয়ে দিলে মনে হবেই, ‘কত সহজ ছিল বিষয়টা’। তাই ছোট ইঙ্গিত রইল নিচের ছবিতে।

ছবির প্রতিটি কোণ খোঁজার পরও যদি তালাটি খুঁজে না পাওয়া গিয়ে থাকে, তা হলে এই ছবিতে ধাঁধার সঠিক উত্তর দেখা যাবে। যাই হোক, বলে রাখা ভাল যে এই চ্যালেঞ্জ চোখ এবং মগজের জন্য খুব সহজ ছিল না।

Published by:Suman Majumder

(Source: news18.com)