সামনের রোববার ফের ভারত-পাকিস্তান ম্যাচ! ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর

সামনের রোববার ফের ভারত-পাকিস্তান ম্যাচ! ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর

#দুবাই: ফের ভারত-পাকিস্তান ম্যাচ! সুখবর পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। আরও একবার এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের।

গত রোববার ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করেছেন ক্রিকেট সমর্থকরা। আরও একবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই দাবি করেছিলেন, এবার এশিয়া কাপের ক্রীড়াসূচি এমনই কায়দা করে তৈরি, যাতে একাধিকবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। সেই দাবি ফেলে দেওয়ার মতো নয়।

গ্রুপ এ-তে রয়েছে ভারত ও পাকিস্তান। একই গ্রুপে রয়েছে হংকং। বুধবার ভারত খেলবে হংকংয়ের বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে এবারের এশিয়া কাপে ষষ্ঠ জায়গা অর্জন করেছে হংকং। আন্তর্জাতিক টি-২০তে মাত্র দুটি ম্যাচ খেলেছে তারা। আগামাকাল তাদের খেলতে হবে শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে।

২ সেপ্টেম্বর শারজাতে হংকং খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। অনিশ্চয়তায় ভরা খেলা ক্রিকেট। আগে থেকে আন্দাজের বেশি কিছু করা সম্ভব নয়। তাই হংকংয়ের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দল যদি ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়, তা হলে ৪ সেপ্টেম্বর আবার বড়় ম্যাচ।

তিনটি গ্রুপে রয়েছে মোট ছটি দল। দু’টি করে দল সুপার ফোরে উঠবে। ভারত ও পাকিস্তানের কাছে হংকং হারলে সুপার ফোরে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। সুপার ফোরে সব দলই পরস্পরের মুখোমুখি হবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান খেলবে পরস্পরের বিরুদ্ধে।

এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তান খেলতে পারে। এমনটাও আন্দাজ করছেন অনেকে। সুপার ফোর-এর সেরা দুটি দল খেলবে ফাইনাল।  এবারের টুর্নামেন্টে বাকিদের তুলনায় ভারত ও পাকিস্তান হট ফেভারিট। তাই ১১ সেপ্টেম্বর আবার ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করার সুযোগও হতে পারে।

Published by:Suman Majumder

(Source: news18.com)