গতি ঘণ্টায় ২৫৭ কিলোমিটার! ধেয়ে আসছে বছরের বিধ্বংসীতম টাইফুন, ভয়ানক আতঙ্ক

গতি ঘণ্টায় ২৫৭ কিলোমিটার! ধেয়ে আসছে বছরের বিধ্বংসীতম টাইফুন, ভয়ানক আতঙ্ক

#নয়াদিল্লি: ভয়ানক ঝড়! এগিয়ে চলছে প্রায় ২৫৭ কিলোমিটার প্রতিঘণ্টায় অর্থাৎ, ১৬০ মাইল প্রতি ঘণ্টায়৷ বলা হচ্ছে, ২০২২ সালের এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে৷ এটি তৈরি হয়েছে পশ্চিম চিন সাগরে, এবং এটি আছড়ে পড়বে জাপানের দক্ষিণের দ্বীপে যার ফলে তৈরি হতে চলেছে ভয়ানক বাতাসের ঝড়, ধ্বংসলীলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷

এই সুপার টাইফুনের নাম দেওয়া হয়েছে হিন্নামনুর৷ আবহাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে এই ঝড়ের বর্তমান গতি রয়েছে ১৬০ মাইল প্রতি ঘণ্টায়, কিলোমিটারের হিসাবে এই গতিবেগ ২৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ মনে করা হচ্ছে, এই গতি বেড়ে দাঁড়াবে ১৯৫ মাইল প্রতি ঘণ্টায়৷ এর ফলে সাগরে ঢেউ উঠবে পাঁচ তলার বেশি, অর্থাৎ প্রায় ৫০ ফুট৷ বলা হচ্ছে, এটিই ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড়৷ আমেরিকার টাইফুন সেন্টারের দেওয়া তথ্য অনুসারে এই গতির ঝড় এর আগে, এই বছরে আর দেখেনি বিশ্ব৷

হংকং অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়া উপকূলে এই ঝড় আছড়ে পড়বে৷ বুধবার সকাল দশটা নাগাদ এই ঝড় উপকূল থেকে ২৩০ কিলোমিটার দূরে রয়েছে৷ এই ঝড়টি সরছে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে৷ এক ঘণ্টায় এটি ২২ কিলোমিটার করে সরছে স্থলভাগের দিকে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, জলভাগে এটি সামান্য শক্তিক্ষয় করবে, তবে খুব একটা পরিবর্তন হবে না৷

Published by:Uddalak B

(Source: news18.com)