বাংলাদেশঃ টেকনাফে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

বাংলাদেশঃ টেকনাফে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা গুলিবিদ্ধ হয়েছে। টেকনাফ সদর নাজির পাড়ায় (৩১ আগস্ট) বুধবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত ব্যক্তি টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়ার মৃত হোছন আহমেদের ছেলে মো. ইউনুছ (৪৫)। তার ছেলে আবদুল আমিন হাতে গুলিবিদ্ধ হন ইউনুছ।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে নাজির পাড়া এলাকায় মাটি কাটাকে কেন্দ্রে করে স্থানীয় আবদুল আমিনের সঙ্গে আবুল ফয়েজের মধ্য কাটাকাটি হয়। এসময় দুপক্ষের স্বজনসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে আবদুল আমিন কোমড় থেকে গুলি বের করে আবুল ফয়জকে লক্ষ্যে গুলি ছুঁড়ে। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা তার বাবা মো. ইউনুছ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার জানান,রক্তাক্ত অবস্থায় বাম হাতে গুলিবিদ্ধ এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ‘সামন্য ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।

সান নিউজ/এনকে