সুকেশের অপরাধ সম্পর্কে অবগত ছিলেন জ্যাকলিন, করেছেন প্রমাণ লোপাট, চার্জশিটে দাবী ইডির

সুকেশের অপরাধ সম্পর্কে অবগত ছিলেন জ্যাকলিন, করেছেন প্রমাণ লোপাট, চার্জশিটে দাবী ইডির

জ্যাকলিন সবকিছু জানতেন সুকেশের বিষয়ে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা এই চার্জশিটের কপিতে দাবী করা হয়েছে জ্যাকলিন ইডির কাছে দাবী করেছেন যে সুকেশ চন্দ্রশেখরের পুরো বিষয়টি যে মিথ্যা সেটা তিনি কখনই জানতেন না। তবে চার্জশিটে বলা হয়েছে, ‘‌কনম্যান সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক ইতিহাস ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিষয়ে পুরোটাই জানতেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।’ চার্জশিটে এও বলা হয়েছে যে জ্যাকলিন সচেতনভাবে সুকেশের অতীতের অপরাধ এড়িয়ে গিয়ে তার সঙ্গে অনবরত আর্থিক লেনদেন করে গিয়েছেন। জ্যাকলিনের হেয়ার স্টাইলিস্ট শান, যিনি অভিনেত্রীকে সুকেশের আসল পরিচয় ও তাঁর অপরাধমূলক ইতিহাস সম্পর্কে অবগত করেন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু তা সত্ত্বেও জ্যাকলিন প্রকৃত সত্যকে এড়িয়ে গিয়ে সুকেশের সঙ্গে সম্পর্ক রাখেন এবং সুকেশের থেকে আর্থিক সুবিধা গ্রহণ, ব্যবহার এবং উপভোগ করেন, যা অপরাধের আয় ছাড়া কিছুই নয় বলে জানায় ইডি।

জ্যাকলিনের বয়ানে অসঙ্গতি

জ্যাকলিনের বয়ানে অসঙ্গতি

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলার তদন্তে ইডি জ্যাকলিনকে অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গতমাসেই। চার্জশিট অনুযায়ী, অভিনেত্রী স্বীকার করেছেন যে তাঁকে সুকেশ পাঁচটি ঘড়ি, ৬৫ জোড়া জুড়ো, ২০টি গয়না, ৩২টি ব্যাগ, ৪৭টি পোশাক, ৪টে হার্মস ব্যাগ, ন’‌টি পেন্টিং ও একটি ভার্সেস ক্রকারি সেট উপহার দিয়েছেন। ইডি আরও জানিয়েছে যে সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনের অভিভাবককে ২০২১ সালের এপ্রিলে দু’‌টি গাড়ি উপহার দেয়, যেটা ইডির জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী জানাননি। প্রমাণের মুখোমুখি হওয়ার পরেই তিনি স্বীকার করেছিলেন যে সুকেশ তাঁকে শ্রীলঙ্কার ওয়েলগানায় একটি সম্পত্তি কিনে দিয়েছিলেন।

প্রমাণ লোপাটের চেষ্টা

প্রমাণ লোপাটের চেষ্টা

চার্জশিট এও বলছে, ইডির জিজ্ঞাসাবাদের মুখে বহুবার পড়েছেন জ্যাকলিন এবং বারে বারেই জানিয়েছেন যে তিনি সুকেশের ষড়যন্ত্রের শিকার। যদিও তিনি এর স্বপক্ষে কোনও প্রমাণ খাঁড়া করতে পারেননি তদন্তকারীদের সামনে। শুধু তাই নয়, জ্যাকলিন তাঁর ফোনের সব গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মুছে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে।

মোট ৭.‌১২কোটি টাকা দেওয়া হয় জ্যাকলিনকে

মোট ৭.‌১২কোটি টাকা দেওয়া হয় জ্যাকলিনকে

চার্জশিটে বলা হয়েছে চন্দ্রশেখর অভিনেত্রীকে মোট ৭.‌১২ কোটি দিয়েছিল, যার মধ্যে ১.‌২৬ কোটি অভিনেত্রীর বোনকে আমেরিকায় পাঠানো হয়, অস্ট্রেলিয়ায় জ্যাকলিনের ভাইকে ১৫ লক্ষ এবং ৫.‌৭১ কোটি টাকার উপহার দেওয়া হয় অভিনেত্রীকে। সুকেশ চন্দ্রশেখর ২১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার দায়ে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়।