Sarkari Naukri 2022: নার্স এবং স্বাস্থ্যকর্মী পদে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন রইল

Sarkari Naukri 2022: নার্স এবং স্বাস্থ্যকর্মী পদে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন রইল

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

এই পদের জন্যে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পদের জন্যে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে NHM Maharashtra-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- zpchandrapur.co.ইন – ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও সরাসরি এই লিঙ্কে – https://zpchandrapur.co.in/ – ক্লিক করেও আবেদন (NHM Maharashtra Recruitment 2022) করা যাবে।

১৩২ টি শূন্য পদের জন্যে এই নিয়োগ করা হবে

১৩২ টি শূন্য পদের জন্যে এই নিয়োগ করা হবে

তবে আবেদনের আগে ভালো ভাবে সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে (NHM Maharashtra Recruitment 2022) নিতে হবে। আর এজন্যে NHM Maharashtra Recruitment 2022 Notification PDF এই লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। মোট ১৩২ টি শূন্য পদের জন্যে এই নিয়োগ করা হবে। মাথায় রাখতে আবেদনকারীর আবেদন আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জায়গাতে পৌঁছাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা -

শিক্ষাগত যোগ্যতা –

মেডিকেল অফিসার – প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

নার্স – প্রার্থীদের B.Sc থাকতে হবে। নার্সিং/জিএনএম নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে।

MPW পুরুষ – প্রার্থীদের বিজ্ঞান বিষয় সহ 12 তম পাস হতে হবে। এছাড়াও, প্যারামেডিক্যাল বেসিক ট্রেনিং কোর্স বা স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করতে হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত পড়ে নিতে হবে।