SBI Clerk Recruitment 2022: ৫ হাজারের বেশি পদে নিয়োগ! অনলাইনে করতে হবে আবেদন

SBI Clerk Recruitment 2022:  ৫ হাজারের বেশি পদে নিয়োগ! অনলাইনে  করতে হবে আবেদন

শূন্যপদের সংখ্যা

আপাতত শূন্যপদের সংখ্যা ৫০০৮ জন। দেশের বিভিন্ন রাজ্যের জন্য এই নিয়োগ। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ৩৪০ টি পদ।

আবেদন শুরু ও শেষের তারিখ

আবেদন শুরু ও শেষের তারিখ

আবেদন শুরুর তারিখ ৭ সেপ্টেম্বর এবং শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। https://bank.sbi/web/careers-এ এবং https://sbi.co.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।

পরীক্ষা কবে

পরীক্ষা কবে

প্রিলিমিনারি পরীক্ষা হবে এবছরের নভেম্বরে এবং এই বছরের ডিসেম্বর কিংবা ২০২৩-এর জানুয়ারিতে মেইন পরীক্ষা নেওয়া হবে।

যোগ্যতা

যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই সরকারি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যেদিন আবেদনকারী আবেদন করবে, তখনই তাঁর স্নাতক ডিগ্রি এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের শতাংশের কথা উল্লেখ করতে হবে।

কারা আবেদনের যোগ্য

কারা আবেদনের যোগ্য

যে কোনও বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা আবেদন করতে পারবেন। যাঁরা স্নাতকের শেষ বছর কিংবা সেমিস্টারে রয়েছেন, তারা শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

 আবেদনের ফি

আবেদনের ফি

তফশিলি জাতি, উপজাতি, অবসরপ্রাপ্ত সমরকর্মীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। অন্যদিকে সাধারণ, ওবিসি, আর্থিকভাবে পিছিয়ে পড়াদেরকে ৭৫০ টাকা আবেদনের ফি হিসেবে দিতে হবে।