আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, ব্যাট উঁচিয়ে গেলেন আসিফ আলি, ধাক্কাধাক্কি

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, ব্যাট উঁচিয়ে গেলেন আসিফ আলি, ধাক্কাধাক্কি

#দুবাই: এমন উত্তপ্ত পরিস্থিতি হালফিলে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হয়নি। এমনকী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও এমন কিছু দেখা যায়নি। আফগানিস্তান-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচে যা হল, ক্রিকেটপ্রেমীরা অনেকদিন মনে রাখবেন।

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ‘সুপার ফোর’ ম্যাচে বুধবার আফগানিস্তানকে এক উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। এই ম্যাচে এমন হট্টগোল হল, যার জেরে মাঝমাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে গেল।

আসলে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করেন। আউট হওয়ার পর আসিফ আলি যখন প্যাভিলিয়ন-এর দিকে ফিরছিলেন, ফরিদ আহমেদে তখন কিছুটা উগ্র উদযাপন করে বসেন। তাতেই বিরক্ত হয়ে প্রথমে আফগান বোলারকে ধাক্কা দেন আসিফ আলি। তার পর ব্যাট উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে যান।

এদিন পাকিস্তানের এই জয়ে আফগানিস্তানের সাথে ভারতীয় দলেরও এশিয়া কাপে ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল। আফগানদের বিরুদ্ধে জয়ের জন্য ১৩০ রান করতে হত পাকিস্তানকে। ১৯.২ ওভারে নয় উইকেট হারিয়ে শেষমেশ জয় তুলে নিল পাকিস্তান।

এই জয়ের ফলে এশিয়া কাপে পাকিস্তানের জায়গা পাকা হয়ে গেল। ফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গত দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারতীয় দল। সুপার ফোর-এ আগামীকাল ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। তবে সেই ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

Published by:Suman Majumder

(Source: news18.com)