রাজার মতো ফিরলেন বিরাট, আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি কিং কোহলির

রাজার মতো ফিরলেন বিরাট, আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি কিং কোহলির

#দুবাই: ফিরলেন কোহলি। রাজার মতো ফিরলেন। এত সমালোচনার জবাব দিলেন এতদিনে। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন তিনি এদিন।

আফগানিস্তানের বিরুদ্ধ সেঞ্চুরি করে ফেললেন কোহলি। চলতি এশিয়া কাপে একটি ম্যাচ বাদ দিলে কোহলি কিন্তু একেবারে খারাপ খেলেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি।  তবে তার আগে পাকিস্তানের বিরুদ্ধে পর পর ৩৫ ও ৬০ রানের ইনিংস খেলেছিলেন। এদিন আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি।

একেই হয়তো বলে রাজার মতো ফেরা। অনেকদিন ধরে অনেক সমালোচনা হজম করছিলেন কোহলি। তবে এবার ব্যাট হাতে সেসবের জবাব দিলেন।

কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল তিন বছরের বেশি সময় হয়ে গিয়েছিল। সেই কোহলি এতদিন পর আবার সেঞ্চুরি করে সমস্ত সমালোচনার জবাব দিলেন।

Published by:Suman Majumder

(Source: news18.com)