‘৮ বছর নেতাজির আদর্শ মেনে চলেছি’, কর্তব্যপথের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

‘৮ বছর নেতাজির আদর্শ মেনে চলেছি’, কর্তব্যপথের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

#নয়াদিল্লি: বিগত আট বছরে নেতাজির আদর্শ মেনেই কাজ করেছে তাঁর সরকার। কর্তব্য পথ এবং নেতাজির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্তব্যপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশ নেতাজির আদর্শে পরিচালিত হলে অনেক উঁচুতে উঠে যেত। নেতাজিকে অখণ্ড ভারতের প্রধান বলে এ দিনের অনুষ্ঠানে সম্মোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইন্ডিয়া গেটে অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, “আধুনিক ভারত গড়তে চাইতেন নেতাজি সুভাষচন্দ্র বসু।” সেই পথেই তাঁর সরকার চলছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এরপরেই কর্তব্য পথের প্রসঙ্গ টানেন তিনি। মোদির দাবি, এই পথের নাম বদলের দাসত্বের আরও একটি চিহ্ন ইতিহাসের পাতায় চলে গেল। তিনি বলেন, “আজ কর্তব্যপথ রূপে নতুন ইতিহাস রচিত হল। আজাদীর এই অমৃতকালে দেশবাসীকে দাসত্ব থেকে মুক্তির অভিনন্দন জানাই।”প্রধানমন্ত্রী মোদি রাজপথ নামকে দাসত্বের প্রতীক হিসেবে তুলে ধরে বলেন, “গুলামির সময়ে এখানে ব্রিটিশ শাসকরা তাঁদের পরিচিতি ও চিহ্ন রেখেছিলেন। সেই স্থানে নেতাজির মূর্তি স্থাপন করে আধুনিক ভারতের প্রাণ প্রতিষ্ঠা করা হল।” দেশবাসীকে দাসত্ব থেকে মুক্তি দিতে তাঁর সরকার কী করেছে সেই জন্য খতিয়ান তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “রেসকোর্স রোডের নাম বদল করে লোক কল্যাণ মার্গ রাখা হয়েছে, ভারতীয় নৌসেনা তাদের প্রতীক হিসেবে পেয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের ছবির প্রতীক। তৈরি করা হয়েছে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল।” তাঁর কথায়, “রাজপথ নাম হলে কীভাবে দেশের সেবা সম্ভব। এই নাম ব্রিটিশ আমলের জন্য। রাজপথের ভাবনা ছিল দাসত্বের। আজ আবার তার চিত্র, আত্মা বদলেছে। দেশের মন্ত্রী, সাংসদ, আধিকারিকরা যখন এই রাস্তা দিয়ে যাবেন, তাঁদের এই নাম দেশের প্রতি তাঁদের দায়িত্ব মনে করিয়ে দেবে।”

প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই রাস্তা ইট, পাথরের তৈরি রাস্তা নয়, ভারতের গণতন্ত্রের অতীত ও সর্বকালীন আদর্শের জীবন্ত অনুপ্রেরণা।” এই রাস্তার নামকরণ বদলের মধ্যে দাসত্ত থেকে যে মুক্তি এসেছে তা, বিকাশের পথে নিয়ে যাবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

RAJIB CHAKRABORTY

Published by:Shubhagata Dey

(Source: news18.com)