গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু

গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের ব্ল্যাকমেল! বন্ধুর গোপনাঙ্গ কেটে নিল বন্ধু

#লখনউ: উত্তরপ্রদেশের জনবসতি বরেলির কোতয়ালি ক্ষেত্রে-র এক হোটেলে নিজেদের মধ্যে বিবাদের জেরে প্রাইভেট পার্ট কেটে নেয়৷ ভয়াবহ অবস্থায় ওই আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তার চিকিৎসা চলছে৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়েছে৷ বলা হচ্ছে অভিযুক্ত যুবকের একটি অশ্লীল ভিডিও আহত যুবকের কাছে ছিল৷ সেই ভিডিওর জেরে ঘায়েল যুবক অভিযুক্ত যুবককে ব্ল্যাকমেল করছিল৷ ওই অভিযুক্ত যুবক তাকে শারীরিকভাবে নিয়মিত ব্যবহার করত৷ এতেই বিরক্ত হয়ে ওই যুবকের গোপনাঙ্গ কেটে দেয় অভিযুক্ত যুবক৷

ঘটনার পর এসপি সিটি রাহুল ভাটির কথা অনুযায়ি শনিবার সকালে সূচনা পেতেই তারা জানতে পারলেন হোটেলে ২ যুবক রক্তারক্তি অবস্থায় রয়েছে৷ যার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ তারপর এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়৷ দুজনেই বন্ধু ছিল৷ দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় তারপর এক যুবক অন্য যুবকের গোপনাঙ্গ কেটে নেয়৷ বর্তমানে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷

ঘায়েল যুবক তৈরি করেছিল আপত্তিকর ভিডিও…

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুজনেই বরেলির নগর নিগমের কর্মরত ছিল৷ আরোপী যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা দুজন এক বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ায়৷ কিছুদিন আগে তারা একটি হোটেলে যায়, সেখানেই আপত্তিজনক অবস্থায় অভিযুক্ত যুবকের একটি ভিডিও বানায়৷  এরপর থেকেই তাকে ভয় দেখানো শুরু হয়৷ তাকে বলা হয় তার গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে৷

এই ভিডিও-র নাম করে তার থেকে একাধিকবার টাকাও নেয় আহত যুবক৷ শনিবার দুজনেই হোটেলে গিয়েছিল, সেখানেই অভিযুক্ত যুবক তাকে ভিডিও ডিলিট করতে বলে৷ এরপর বিবাদ চরমে পৌঁছয়৷ তখন ওই যুবক ওর ওপর হামলা করে এবং প্রাইভেট পার্ট কেটে নেয়৷ পুলিশ ঘটনার তদন্তে  নেমেছে৷

Published by:Debalina Datta

(Source: news18.com)