গুপ্তধনের সন্ধানে শশাঙ্কের রাজধানীতে সোনাদা–আবীর–ঝিনুক, মুক্তি পেল ‘‌কর্ণসুবর্ণের গুপ্তধন’‌ ট্রেলার

গুপ্তধনের সন্ধানে শশাঙ্কের রাজধানীতে সোনাদা–আবীর–ঝিনুক, মুক্তি পেল ‘‌কর্ণসুবর্ণের গুপ্তধন’‌ ট্রেলার

Movies

oi-Moumita Bhattacharyya

‌অরিন্দম শীলের ব্যোমকেশের পর ফের রহস্য উদঘাটনে বেরিয়ে পড়েছেন আবীর চট্টোপাধ্যায়। তবে এবারে ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন ওরফে সোনাদা রহস্য ভেদ করবেন বাংলার ঐতিহ্যময় ইতিহাসের সম্ভার কর্ণসুবর্ণে। আর সোনাদাকে সঙ্গ দেবেন ঝিনুক ও আবীর তথা ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তিন বছর পর ফিরছে হিট ফ্রাঞ্চাইসি। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর লম্বা অপেক্ষা, তিন বছর পর ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ নিয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। নতুন ছবিতে বাড়তি সংযোজন সৌরভ দাস এবং কিঞ্জল নন্দের মতো অভিনেতা।

ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম

দুর্গাপুজোর মধ্যে মুক্তি পেতে চলেছে একঝাঁক তারকা খচিত এই সিনেমা। রবিবার সিটি সেন্টার ওয়ানে এই সিনেমার ট্রেলার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল। এসভিএফ-র প্রযোজনায় তৈরি এই ছবিতে ফের একবার টানটান রহস্য আর রোমাঞ্চ যে ফুটে উঠবে তা ট্রেলারেই কিন্তু স্পষ্ট। সোনাদার চরিত্রে আবীর চট্টোপাধ্যায়ের অভিনয় এমনিতেই প্রশংসা পেয়েছে অনেক আগেই। ফেলুদা ও ব্যোমকেশের পর সোনাদাও যেন বাঙালি ঘরের চেনা গোয়েন্দায় পরিণত হয়েছেন। আর আবীরের দুই সাগরেদ ঝিনুক ও আবীর অর্থাৎ ইশা ও অর্জুনও সোনাদার সঙ্গে তাল মিলিয়েছে।

ট্রেলার দেখেই বোঝা গিয়েছে, এই সিনেমা বাংলার প্রথম সার্বভৌম সম্রাট শশাঙ্কের রাজধানী কর্নসুবর্ণকে নিয়ে। পেশায় ইতিহাসের প্রফেসার সুবর্ণ সেন ওরফে সোনাদার একটাই লক্ষ্য, বাংলার যে বিপুল ঐতিহাসিক সম্ভার আছে, তার সন্ধান করা। তিন বছর পর অভিযানে বেরিয়ে ভুজঙ্গ হাজরার (সৌরভ দাস) মুখোমুখি হবে হবে সোনাদাকে। ট্রেলারে খল চরিত্রে নজরকাড়া সৌরভ দাস। গৌড়েশ্বর শশাঙ্কের গুপ্তধন উদ্ধারে গিয়ে ঠিক কী কী সমস্যার মুখে পড়বেন সোনাদা-আবির-ঝিনুক, সেই নিয়েই বাঁধা ছকে এগোবে গল্প।

আগের দুই ছবির মতো ‘গুপ্তধন’ সিরিজের এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং সৌগত বসু। সঙ্গীতের দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

(Source: oneindia.com)