উৎসবের মরসুমের কেনাকাটায় সামাল দিতে চেষ্টা! ১৬ হাজারের বেশি লোক নিয়োগ করতে চলেছে Myntra

উৎসবের মরসুমের কেনাকাটায় সামাল দিতে চেষ্টা! ১৬ হাজারের বেশি লোক নিয়োগ করতে চলেছে Myntra

উৎসবের মরসুমে নিয়োগ

সংবাদ মাধ্যমে কথা প্রসঙ্গে মিন্ত্রার তরফে বলা হয়েছে প্রত্যক্ষভাবে ১০ হাজার নিয়োগ হতে চলেছে। এর মধ্যে ১ হাজার জনকে নিয়োগ করা হবে সংস্থার যোগাযোগ কেন্দ্রগুলিতে। এছাড়াও পরোক্ষভাবে প্রায় ৬ হাজার নিয়োহ করা হবে। নিয়োগের এই সংখ্যা এখনও পর্যন্ত এই নিয়োগ কোনও উৎসবের মরসুমে সর্বোচ্চ।

গতবছর নিয়োগ করা হয়েছিল ১১০০০ জনকে

গতবছর নিয়োগ করা হয়েছিল ১১০০০ জনকে

গত বছরে এই একই সময়ে মিন্ত্রা প্রায় ১১ হাজারজনকে নিয়োগ করেছিল। যার মধ্যে প্রায় ৭০০০ জন সংস্থায় সরাসরি কাজের সুযোগ পেয়েছিলেন। আর এই বছর উৎসবের মরসুম পুরোপুরি পাওয়া যাবে ২ বছর পর। কেননা ২০২০ এবং ২০২১-এ করোনাজনিত কারণে বাধার মুখে পড়েছিল অর্থনীতি। এবার ধরেই নেওয়া হচ্ছে অন্যসব বারের মতোই এবারও উৎসবের মরসুম পুরোপুরি উদযাপিত হবে।

অধিকাংশ নিয়োগ সাপ্লাই চেনে

অধিকাংশ নিয়োগ সাপ্লাই চেনে

প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে যে নিয়োগ হবে, তার প্রায় অর্ধেক নিয়োগ করা হবে সাল্পাই চেন ম্যানেজমেন্টে। অন্যদিকে যোগাযোগ কেন্দ্রগুলিতে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদেরকে চুক্তির মেয়াদ পর্যন্ত রেখে দেওয়া হবে।

আগের থেকে বেড়েছে ব্যবসা

আগের থেকে বেড়েছে ব্যবসা

মিন্ত্রা এবার তাদের গ্রাহক পরিষেবার ওপরে বেশি জোর দিয়েছে। উৎসবের মরসুমে মিন্ত্রা যে নিয়োগ করতে চলেছে, তা প্যাকি, পিকিং, লোডিং, আনলোডিং, ডেলিভারি, রিটার্ন এবং পরিদর্শনের পাশাপাশি কোর্গো ফ্লিট ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। ৬০০০- বেশি ব্রান্ড এবার তাদের অংশ। সংখ্যাটা আগেরবারের থেকে প্রায় ৫০ শতাংশ বেশি।