বাংলাদেশের পেসারদের ছোট করে দেখলে বিপদ আছে! হুঙ্কার কোচ ডোনাল্ডের

বাংলাদেশের পেসারদের ছোট করে দেখলে বিপদ আছে! হুঙ্কার কোচ ডোনাল্ডের

#ঢাকা: নিজের ক্রিকেট জীবনে তার বিরুদ্ধে খেলতে গিয়ে চাপে পড়েছেন বহু নামি দামি ব্যাটসম্যান। সাদা বিদ্যুৎ নামে খ্যাত অ্যালান ডোনাল্ড বেশ কয়েক মাস হল বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন। বিশ্বকাপের আগে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। অ্যালান ডোনাল্ড জানিয়েছেন আমরা পাঁচ-ছয় মাস ধরেই নতুন বলে পেসারদের মানসিকতা নিয়ে কাজ করেছি।

ছেলেরাও সেটাকে মনেপ্রাণে গ্রহণ করেছে। আর এশিয়া কাপের পারফরম্যান্সে ঠিক সেটাই দেখা গেছে। পেসাররা এখন বোলিং করতে গিয়ে মার খাওয়ার ভয় পায় না। এটা আমার জন্য বিরাট এক অর্জন। ডেথ ওভার বোলিং টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ। বোলারের জন্য ম্যাচের উত্তাপটা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায় ঠিক তখনই।

ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে চ্যালেঞ্জিং ঠিক তখনই। আমরা এটাকে বলি ‘মাইক্রো গেম’। ম্যাচের ভেতর যে সূক্ষ্মাতিসূক্ষ্ম খেলাটা হয়, সেটার কথা বলছি। আর আমরা সেই জায়গাটা ঠিক ধরতে পারছি না। দেশের বাইরে মোস্তাফিজুর রহমানের ফর্ম ভাল যাচ্ছে না।

আমরা দেখেছি, সে ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে কতটা ধারাবাহিক। গত কয়েক মাসে সে হয়তো সেই পুরোনো ছন্দে নেই। নিজের অভিজ্ঞতা থেকে বলি, চাপের মুহূর্তে ইয়র্কার দেওয়ার আত্মবিশ্বাস যখন থাকবে না, যখন শুধু স্লোয়ার বলের ওপর নির্ভর করবেন, তখন কাজটা খুবই কঠিন হয়ে যায়। আমি ওর সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। আশা করছি, যেখানে সে ছিল, আমি তাকে সেখানে ফিরিয়ে নিতে পারব।

অস্ট্রেলিয়ার সব মাঠে ইবাদত কার্যকর হতে পারে। খুব বেশি মুভমেন্ট থাকবে না। কিন্তু ওই অতিরিক্ত গতি, যেটা ইবাদতের আছে, সেটা ব্যাটসম্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এলোমেলো করে দিতে পারে। অস্ট্রেলিয়ায় কমপক্ষে ১২-১৪ ওভার পেস বোলিং করানো লাগবে।

তাসকিন, ফিজ, ইবাদত, হাসান, সাইফুদ্দিন…অবশ্যই এদের নিয়ে সাজানো পেস আক্রমণটা যে কাউকে চমকে দিতে পারে। কোনো সন্দেহ নেই, অস্ট্রেলিয়ায় এরা চমক দেখাবে। সবচেয়ে বড় কথা একজন ফাস্ট বোলারের যে মানসিকতা থাকা দরকার সেটা এখন বাংলাদেশ পেসারদের মধ্যে অনেকটাই এসেছে।

ফাস্ট বোলিং কিন্তু শরীরী ভাষারও খেলা। বিপক্ষ ব্যাটসম্যানকে শুধু গতি দিয়ে নয়, বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও ভয় দেখাতে হবে। ডোনাল্ড সেটাই শিখিয়েছেন তাসকিন, ফিজ, ইবাদতদের।

Published by:Rohan Chowdhury

(Source: news18.com)