শূন্যপদের সংখ্যা
এসবিআই পিও শূন্যপদের সংখ্যা ১৬৭৩।
আবেদনের শেষ তারিখ
এদিন থেকেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আনলাইনে আবেদন করার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রার্থীরা পিও প্রিলিমসের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২০২২ সালের ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে। প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। ফলাফল বেরোতে পারে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমের দিকে। যাঁরা সফল হবেন, তাঁদের মেন পরীক্ষা ২০২৩-এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে।
যোগ্যতা
যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। যাঁরা স্নাতকের শেষ বছরে রয়েছেন, তাঁরা শর্তাধীনে আবেদন করতে পারবেন। যদি ইন্টারভিউয়ে ডাকা হয়, তাহলে ৩১ ডিসেম্বর ২০২২ কিংবা তার আগে স্নাতক উত্তীর্ণ হওয়ার প্রমাণ দাখিল করতে হবে। বয়য়সীমা হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন
এসবিআই পিও-র বেসিক পে হল ৪১,৯৬০।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ প্রক্রিয়া। বিজ্ঞপ্তিটি সম্পর্কে পুরো জানতে https://www.sbi.co.in/web/careers-এ ক্লিক করতে হবে।
কীভাবে আবেদন
অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/-এ গিয়ে পিও নিয়োগের লেখায় ক্লিক করতে হবে। সেখানে এসবিআই ২০২২ রেজিস্টেশনের জন্য বলা হবে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসোয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে। আবেদনপত্র পূরণ করার পাশাপাশি নথিও জমা দিতে হবে। এরপর আবেজনের ফি জমা দিয়ে ফর্ম জমা করতে হবে।