নতুন করে iPod বানাবে না অ্যাপেল, নস্টালজিয়া নেটপাড়া 

নতুন করে iPod বানাবে না অ্যাপেল, নস্টালজিয়া নেটপাড়া 

আইফোন নির্মাতা সংস্থা অ্যাপেল ঘোষণা করেছে যে, আইপড টাচের বিক্রি বন্ধ করা হচ্ছে। এটিই লেটেস্ট আইপড ছিল। ২৩ অক্টোবর, ২০০১-এ প্রথম আইপড লঞ্চ হয়েছিল। কোম্পানি জানিয়েছে আপাতত যে টুকু স্টক আছে, তা থেকেই আইপড টাচ বিক্রি হবে। স্টক ফুরিয়ে গেলেই বিক্রি শেষ।

২১ বছরের ব্যবধানে, অ্যাপল আইপডের বেশ কয়েকটি নতুন নতুন ভার্সান এনেছে। কিন্তু ধীরে ধীরে আইপডের সমস্ত কাজ স্মার্টফোনেই উপলব্ধ হয়ে গিয়েছে। ফলে আর আলাদা করে আইপডের চাহিদা নেই। 

ক্লিক হুইল-সহ আইপড ক্লাসিক ২০১৪ সালেই বন্ধ করে দিয়েছে অ্যাপেল।

এরপর ২০১৭ সালে, অ্যাপেল iPod Nano এবং iPod শাফল তৈরি বন্ধ করে দেয়।

আইপড টাচ আরও কয়েক বছর ধরে বাজারে রেখেছিল অ্যাপেল। শখের কারণে অনেকে এখনও আইপড কিনতেন। তবে ধীরে ধীরে তার সংখ্যা কমেছে।

iPod অ্যাপলকে একটা প্রায় দেউলিয়া সংস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বড় সংস্থায় গড়ে তুলতে সাহায্য করেছিল।

(Source: hindustantimes.com)