১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ

১১০ বছরের ইতিহাসে এই প্রথম, দার্জিলিং চা বিক্রি বন্ধ করল গ্লেনারিজ

দার্জিলিং: এবার গ্লেনারিজে (Glenary’s) মিলবে না দার্জিলিং চা (Darjeeling Tea), বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ (Glenary’s) কর্ণধার। যা ১১০ বছরের ইতিহাসে এই প্রথম। দার্জিলিং (Darjeeling), গ্লেনারিজ এবং দার্জিলিং-চা এই তিনই একে ওপরের পরিপূরক। তবে এবার দার্জিলিং-এর (Darjeeling) গ্লেনারিজে গিয়েও ‘সিগনেচার টি’ পাবেন না পর্যটকরা। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ কর্তৃপক্ষ। তবে পুজোর মুখে কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদেই এই পদক্ষেপ করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের (Glenary’s) কর্ণধার অজয় এডওয়ার্ডস (Ajay Edwards)।

সম্প্রতি, দার্জিলিঙের চা (Darjeeling Tea) বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু সেই বোনাস একসঙ্গে দেওয়া হবে না। দু-দফায় যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ টাকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রথম দফা অর্থাৎ ১৫ শতাংশ বোনাস মিলবে দুর্গাপুজোয় (Durga Puja 2022) এবং দ্বিতীয় দফার বোনাস অর্থাৎ ৫ শতাংশ বোনাস মিলবে কালীপুজোর আগে। সরকারের এই সিদ্ধান্তেরই তীব্র বিরোধিতা করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ডস।

এই মর্মে নিজেদের সোশাল সাইটে একটি পোস্টও করেছে গ্লেনারিজ (Glenary’s)। একটি ছবি দিয়ে তাঁরা লিখেছেন, ‘শোষণের অবসান ঘটাতে এবং চা বাগানের শ্রমিকদের অধিকার জয়ের জন্য, চা বাগানের শ্রমিকরা একবারে ২০ শতাংশ বোনাস না পাওয়া পর্যন্ত আমাদের সমস্ত গ্রাহকদের #DarjeelingTea পরিবেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

এই শক্তিশালী স্থানীয় সম্প্রদায় আমাদের ব্যবসার ভিত্তি। আমরা যে সম্প্রদায়ের সঙ্গে বাস করি এবং কাজ করি তাঁদের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা নিবেদিত৷ আমরা মানুষের কথা চিন্তা করি। শুধু আমাদের গ্রাকদের কথাই নয়, যে কৃষকরাও আমাদের চা বাড়ান এবং বাছাই করেন আমরা তাঁদের কথাও চিন্তা করি। আমরা আশা করি আপনি দার্জিলিং চা বাগানের শ্রমিকদের নির্যাতন বন্ধ করতে আপনিও আমাদের সঙ্গে যোগ দেবেন। আপনার বন্ধুদের, পরিবার, সহকর্মী এবং সামাজিক মিডিয়া অনুসরণকারীদের সঙ্গে এটি ভাগ করে আমাদের সমর্থন করুন।

বাঙালির প্রিয় পর্যটন গন্তব্য দার্জিলিং (Darjeeling)। গ্লেনারিজ যার সমর্থক। শতাব্দী প্রাচীন এই বেকারি নিজেদের ঐতিহ্য ধরে রেখে গ্রাহকদের মন জুগিয়ে চলেছে বছরের পর বছর। তবে ছন্দপতন ঘটিয়ে তাঁদের এই পদক্ষেপ অন্য মাত্রা এনে দিয়েছে তাঁদের বিশ্বাযোগ্যতার সে কথা বলার অপেক্ষা রাখে না।