নেহা কক্করের ওপর দারুণ চটেছেন ফাল্গুনী পাঠক, কিন্তু কেন জানেন

নেহা কক্করের ওপর দারুণ চটেছেন ফাল্গুনী পাঠক, কিন্তু কেন জানেন

News

lekhaka-Paramita das

Google Oneindia Bengali News

বলিউড গায়িকা নেহা কক্কর প্রায় সময়েই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন। নেহা, তার গানের জন্য জনপ্রিয়। সম্প্রতি, গায়িকার একটি গান প্রকাশ পেয়েছে। নব্বই দশকের বিখ্যাত গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই, যেটি সে সময় গেয়ে ছিলেন গায়িকা ফাল্গুনী পাঠক। শ্রোতাদের মনে গানটি গেঁথে রয়েছে। এবার সেই গানের রিমেক করা হল। আর গানটি গেয়েছেন নেহা কক্কর। তবে নতুন রিমেক করা গানটি একেবারেই পছন্দ করেননি শ্রোতারা। এই গানের জন্য ট্রোলড হতে হচ্ছে নেহাকে। তবে এই গানের জন্য এবার প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন ফাল্গুনী। তাছাড়াও শ্রোতারা নানান মন্তব্য করেছেন, দেখে নিন কী বলেছেন তাঁরা।

ফাল্গুনী পাঠক জানিয়েছেন, যদি আমার কাছে সুযোগ থাকতো তাহলে আমি আইনি ব্যবস্থা নিতাম। নতুন গানের একটি নামও দেওয়া হয়েছে ‘ও সাজনা’। নেহার পাশাপাশি মিউজিক ভিডিওতে ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা এবং অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাওকে দেখা গেছে। যিনি ‘বিগ বস’ থেকে জনপ্রিয় হয়েছেন। নতুন গানটি মোটেও পছন্দ করেননি শ্রোতারা, তাদের মতে ফাল্গুনী পাঠকের গানটি বেশি সুন্দর। আর এই কারণেই রিমেক করা গানের জন্য ট্রোলড হতে হচ্ছে বলিউড গায়িকা নেহা কক্করকে।

সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ নেহা কক্কর ও ধনশ্রী বর্মা এই গানটি মুক্তি পেয়েছে। এটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই নান্নান মন্তব্য করেছেন। সেই সঙ্গে অনেকে শ্রোতারা ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে এই রিমেক গানটির বিরুদ্ধে সোচ্চারও হয়েছেন। ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই এই গানটির রিমেককে অনেকে জঘন্য বলে অভিহিত করেছেন। অনেক অনুগামীরা নেহার উদেশ্যে বলেছেন তাদের ছোটবেলার স্মৃতি যেন নষ্ট না করা হয়। গায়িকা ফাল্গুনীর এক ভক্ত তাঁকে রিমেক গানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। সেখানে ফাল্গুনী আফশোস করে জানান, তাঁর কাছে গানটির কোনও সত্ত্ব নেই, তাই আমার ইচ্ছে থাকলেও এটি করা সম্ভব নয়।

মহালয়ার দিন মুক্তি পেল '‌শুভ বিজয়া’‌র টিজার, চোখের জলে ভাসলেন বনি–কৌশানীরামহালয়ার দিন মুক্তি পেল ‘‌শুভ বিজয়া’‌র টিজার, চোখের জলে ভাসলেন বনি–কৌশানীরা